ভাবীকাল
তাড়া একটু আছে বৈকি
গুছিয়ে নিতে হবে সব
যত ঋণ রয়ে গেছে আকাশ বাতাস আর
মাটির গভীরে,
সূর্য আর তারাদের ভরন্ত সংসারে
যত কিছু আলো অন্ধকার,
শ্বাপদ জটিলতা, মোহ ক্ষোভ রিরংসা -
সোনার তরী ভরে জমা হওয়া তীব্র শাপ আর
সাপের শীতঘুম। ধুয়ে মুছে ঝকঝকে আত্মপাত্রটিকে
উপযোগী করে যাবো নিশ্চিত প্রয়াণে।
অসূয়া যতটুকু প্রাণঘাতী, ষোলো কলা কামনা ত্রিভুজ
-কৌশলে প্রেমের আয়ুধ, সবটুকু নির্বাসন
বড়ো বেশি সহজ তো নয়
তবু আমিশূন্য স্নিগ্ধ বিকেলে
সুখসায়রের টলটলে জলে
মেঘ এসে পা ধুয়ে যাক
ঋষিদের সামগান মুছে দিক নির্দোষ অন্ধকার
সমাহিত সময়ের কোলে পিঠে শান্তি আর সারল্যের শিশুরা
প্রাণভরে হেসে নিক
দু'দন্ড জিরিয়ে নিয়ে
উত্তরসূরী প্রবালদ্বীপে, মেধাবী পলাকুঞ্জে -
আমি সেথা থাকি বা না-থাকি
বাঁশিতে বাজুক রাধানাম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন