পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

মঞ্জুশ্রী চক্রবর্তী

                   



নৈঃশব্দ্য



শব্দময় জগতের কত আয়োজন…

বাতাসের শনশন, কাকলি কুজন,

কত কথা কথকতা আলাপে- প্রলাপে,

বিস্মৃত কিছু তার, অশ্রুত কিছু সংলাপে।

কত পাড় ভাঙে,কত নদী বয়ে যায় বুকে!

কথার ভুবনে কতটুকু তার ধরা থাকে?


নৈঃশব্দ্য বাঙ্ময় হয়, ফুলের পাপড়ি মেলায়,

হৈমন্তী ধানের শিষের ভরন্ত দুধেল দানায়,

গাছে পাতায় আলোর চলনে,

দিগন্তে আকাশের মাটি চুম্বনে,

সূর্য আর ভোরের সাতরঙা অনুরাগে। 

নিঃশব্দে পথে যখন নিশুতি রাত জাগে।


শব্দেরা ছুটেছে কত না আলোকবর্ষ, 

তবু…গাঢ় নিঃশ্বাসে যখন শব্দহীন স্পর্শ

বুলিয়ে দেয় গোলাপ, রজনীগন্ধারা

সেখানে অপাংক্তেয়, আনাড়ি শব্দেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন