পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

মানস ব্যানার্জী


চেতনাজগত

এখন মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে বাথরুম যাই
ঘরে আলো জ্বেলে জল খাই। তারপর শুয়ে পড়ি।
আমার সর্বত্র এঁকে রাখা সাধারন মধ্যবিত্ত
সকালে তাড়াহুড়ো করি।
গিঁট পাওয়া শব্দের সন্ধানে
সারাদিন আলো হাওয়া বাতাস
আর জল ।
চেতনার জগত বলে অষ্টম গর্ভের সন্তান
রসের নাগর ।

বৃষ্টি  ও ডিভান


(১)
বৃষ্টি পড়ছে
মেধা নষ্ট হচ্ছে অলস্ দুপুর
কালো , মৌমাছির চাক লক্ষ্য করে
অনবরত যে ঢিল , এখন লক্ষ লক্ষ
কিউবেক । ছুটে আসছে
আঙুল ভিজে যাওয়া
মানুষ । প্রাপ্তবয়স্ক অনুশোচনায়
(২)
কারিগরি শিক্ষায় দক্ষ
ছাঁচ নিয়ে বসে আছে
মানুষের মন।
একটি ডিভান ও তার
আনুসঙ্গিক
পোষা বিড়ালের
নিঃশব্দ পদচারণায়
আমি ‘কায়দা’ শব্দ’টি
বোঝাচ্ছি । হয়ত ‘ভালগার’
শব্দ’টি এসে যাচ্ছে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন