পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২২ জুন, ২০১৯

কৌশিক চক্রবর্ত্তী

কফিন

আমার অক্ষরজ্ঞান হয় নি--
আমার ছেঁড়া চটি
দুবেলা অসুখ-
তবু ক্ষত ঢাকতে
আর পোড়ানো হচ্ছে না বোরোলিন...
দরজায় কাজল ছাপ-
ইতিহাস বলছে
আমি আর আমার এক্স গার্লফ্রেন্ড
আজন্ম শুয়ে থেকেছি রাস্তায়।
এখনো গোপনীয়তা ভাঙার সময় আসে নি।
অথচ সকলের আড়ালেই
ডিম ফুটে জন্ম নিচ্ছে কোকিল--
ক্ষত'র কোনো নিরাময় নেই আর-
এখনই বোরোলিন লাগানোর জন্য
একটা জীবিত শরীরের খুব প্রয়োজন...
আমি জীবিত নই-
শুধু মুখ ঢাকব বলে কফিনের ভাঙা অংশে
বেমালুম গুঁজে রেখেছি সদ্য বেড়ে ওঠা অক্ষর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন