পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

মিনাক্ষী ঘোষ

                           






                                           


মন বাঁধন



রোদমুলুকে মেঘ অতিথি, আকাশ মাপে কুনকেতে
আউলিয়া মন অচিন পাখি, দিক ভুলেছে শুন্যেতে

পালক ঝেড়ে দুঃখগুলো এক এক করে কৌটোতে
রাখছে মুড়ে পশম ভরে রোদবালিকার ইচ্ছেতে

প্রহর ভাঙা বিষণ্ণতা,আঙুল ছুঁলো একতারায়
মরচে পড়া খুচরো সুখ আজ, আগুনতাতে মন গলায়

মাপতে চেয়ে আকাশখানা মনবাঁধুনি কুনকেতে
অচিন পাখি পথ হারালো দিক ভোলানো শুন্যেতে



.খবর
মীনাক্ষী ঘোষ

অনেক খবর দেবার ছিল আমার
মেঘের খামে জমিয়ে রাখা হিমে
অনেকদিনের পরে এল আষাঢ়
ডাকের খোঁজে এই ভরা মরসুমে

রুপালী ভ্রু ঝলসে ওঠে যেন
মেঘের গায়ে বাঁকানো বিদ্যুতে
আখরগুলো দোমড়ানো মোচড়ানো
আঁক কেটেছে বিভিন্ন ভঙ্গীতে

লিখনলিপি পড়তে যদি পারো
দেখবে উজান তোমায় নেবে টেনে
বানভাসি মন বৃষ্টিফোঁটায় আরো
উৎসুকী হোক আমার খবর জেনে

আমার যেসব খবর ছিল দেবার
কাজল কালোয় তাইতো গেলাম রেখে
শ্রাবণ যদি হঠাৎ ভাঙে দুয়ার
দেখবে আগেই কেউ গিয়েছে ডেকে

দহনবেলার পরেও এ কালবেলা
বৃষ্টিসুতোয় শব্দমালা গাঁথে
খবরছুতোর এই যে খেলা খেলা
মরুর জলে ভরলো সাহারাতে



আর ফেরা যায়
মীনাক্ষী ঘোষ

ঠিক দুপুরে
জলসা হলো মেঘের শহরে
বাজলো কাঁসর ঘন্টা সব ই বিপুল বহরে
দ্রিম দ্রিমা দ্রিম

বজরা চড়ে
বৃষ্টিরা সব আসতে আসরে
লাজুক পায়ে গমক চালে আকাশবাসরে
হাট্টিমা টিম 

হঠাৎ জোরে
বাজলো সানাই মিঞাঁ কি মল্লারে
রুপোলী তার তড়িৎপ্রভা বিলাোয় অকাতরে
দিগ্বলয়ে

রাণীর সাজে
উড়িয়ে আঁচল হীরের কারুকাজে
বর্ষা এলো বর্শা হাতে জমকালো মন্তাজে
আর ফেরা যায়!

এমন করে জলনূপুরে,বর্ষা যদি জলসাঘরে
ডাকেই আমায়, স্থির থাকা যায়! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন