বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

বাসব মন্ডল

পাপ পাঁচালী 
......,..............
বাসব মন্ডল

লিপ্সা(lust) 
..,....... 
শরীরের খাঁজে খাঁজে 
জমে থাকা বৈরাগ্যের বল্কল 
খসে পড়ে 
নৈকট্যের অযাচিত ইস্তাহারে 
অভ্যাস মিস করা ইন্দ্রিয়র 
সম্ভোগ ক্রিয়ায় 
রচিত হয় উল্লাসের মানস সরোবর 
চরিত্র এখন হিমবাহ হয়ে 
জাহাজ ডোবার অপেক্ষায়

ক্রোধ(wrath) 
............... 
দাবানল চুঁইয়ে নেমে আসা 
বিভাজিত সত্যের এপিটাফে 
লিখে রাখব ঘৃনার আলফাজ 
আকুতির গজল বুকের পাঁজরে 
আটকে গিয়ে 
বেজে উঠবে প্রতিবাদের কোরাস হয়ে

গর্ব(pride) 
........... 
সম্ভোগের পূর্ণ বৃত্তে 
স্বার্থের সালোক সংশ্লেষ 
সাফল্যের হরিৎ ক্ষেত্র জুড়ে 
স্ফিত বুকের নির্বাক উচ্চারন 
আজও অস্তিত্বের ট্রাপিজে দাঁড়িয়ে 
খুঁজে চলি উন্নতির স্কাইক্রেপার 
কলারের ফাঁক দিয়ে উঁকি মারে 
শ্রেষ্ঠত্বের জারজ দাবি

লোভ(gluttony) 
........... 
না,উদর ভর্ত্তি ভাত নয় 
শুধু মন জুড়ে যার স্বপ্ন দেখি 
তাকে নৈঋত আলোকে 
নির্বিষ চুমু খেতে চাই 
নিভৃতে 
বারান্দার সারশি জুড়ে 
অনিশ্চিয়তার ত্রিকোনমিতিকে 
বুড়ো আঙুল দেখিয়ে 
মেখে নিতে চাই সম্ভোগের আতর

আলস্য(sloth) 
............ 
খরগোসের ঘুম ভাঙবে নিশ্চই 
তখন 
হয়ত জিতে গেছে কচ্ছপ 
কিন্তু 
হারের অটোপ্সি রিপোর্টে লেখা থাকবে না 
সুখের পাটিগণিত

হিংসা(envy) 
........... 
দাঁত কোনে আটকে থাকা মাংসের টুকরো 
মদের গ্লাসে ভাসতে থাকা বরফ টুকরো 
গোলাপ পাতায় চিক্-চিক্ করা শিশির বিন্দু 
মোম দানিতে লেগে থাকা গলা মোমের দিব্যি 
আমি ওদের মত হতে চাই 
সব সুখের সাক্ষী হয়েও 
থেকে যাব অপরাজিত

ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন