রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

সম্পাদকীয়

             


বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির রেশ কাটিয়ে ফুটে উঠেছে ছোট ছোট কাশফুল ৷কাশফুল মানেই শরৎ । আকাশে উড়ে বেড়ায় পেঁজা তুলোর ন্যায় মেঘ।ভেসে বেড়ায় ভালোবাসার ধূলিকণা । শরৎ আসা মানেই সৃজন শারদ সংখ্যা প্রকাশ করতে হবে ৷ এই সংখ্যায় যুক্ত হয়েছেন অনেক নবীন , প্রবীণ লেখকবৃন্দ। সবার সুন্দর সুন্দর সৃষ্টিতে সেজে উঠেছে "সৃজন" শারদ সংখ্যা। 

সকলের লেখা নিজে বসেছি প্রকাশ করার জন্য। প্রচছদ সহকারে একে একে সেজেছে প্রতিটি পাতা। সব শেষে সম্পাদকীয় লেখার পালা৷ কিন্তু বেশ কিছুদিন হল কিছু ভাবতেই পারছি না । কী লিখব সম্পাদকীয়! এত গুণী মানুষের সৃষ্টিতে সেজেছে এ সংখ্যা তার কাছে নিজেকে তুচছ মনে হয়৷আগে ভাবতাম কবিতায় আমি বেশ স্বচছন্দ‍্য ।কিন্তু কালের নিয়মে তাতেও পড়েছে ভাটা । এক সময় কত ভাবনা পাখা মেলে উড়ত। কত স্বপ্ন উঠোনে রোদ পোয়াত। ছোট ছোট ইচ্ছেরা চিনেবাদাম খেতে বেড়ত বিকেলবেলায় ৷ সবই ইতিহাস। সময়ের টানাটানিতে শব্দরা নিঃস্ব। কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ তার কোন সীমারেখা ছিল না। কী যে লিখব ভাবতে বসলে হাহুতাস করে ভাবনারা ।

বাসাবদল
বেশ কিছু সময় ফেলে এসেছি 
নিঙড়ানো স্মৃতিগুলোকে সরিয়ে রেখেছি কৌটোয় 
বিস্কুটের মত মিইয়ে গেছে সেগুলো

যেখানে বসে তোমার কথা ভাবতাম
যাবতীয় সংলাপ  তুলে রাখতাম
সেই চেয়ারটা আর নেই জানো 

তুমি  ওই নারকোল গাছের মাথার থেকে আমাকে দেখতে
আমাকে জড়িয়ে ধরতে সোহাগে
বাকিটা ব্যক্তিগত

সেই বাসাটা আজ ছেড়ে আসতে হল
আমি অনেক চেষ্টা করেছি সময়গুলোকে কাঁধে করে আনতে 
কিন্তু পারলাম কই

হয়ত বলবে হারানো মানেই নতুন প্রত্যয়
কিন্তু আমার কাছে হারানো মানেই ক্ষয়
ঋতুযোগে তা বেড়ে চলে 

এখন যেখানে আছি দু হাত দূরত্বে নারকোল গাছের মাথা
তোমার নিঃশ্বাসের কাছাকাছি
আজ আর দূরে থেকো না

এসো ক্ষয় তোমাকে নিবিড় করে পাই
বহুদিন পর ঘুমোতে যাচ্ছি

ঘুম আসে না। চোখ বুজে শুয়ে থাকি৷ চোখ খুললেই অস্বস্তি শুরু হয়৷

মেঘের ইনসুইং হলে 
একটা অবযব ফুটে ওঠে
লম্বা ,সুদর্শন ,কামরাঙা ঠোঁট 
আপনারা বলবেন 
" এই সেলফিশ ন্যাকামিগুলোর কি দরকার?"

আসলে নিজের প্রতি টায়ার্ড  হতে হতে 
কেমন যেন একটা ফাও মনে হয় 
উদ্বৃত্ত 

সত্যি বলতে কী যতবার ইউটার্ন নিয়েছি
একটা হ্যাংলামি পেয়ে বসেছে
কাছে যাবার, নিবিষ্ট হওয়ার
মে বি  ইট ইস রঙ
আসলে" ক্ষয় নেই জাগরণের"
ফেসবুক ঘাটতে গিয়ে কিছু অপশান চোখে আসে
" মৃত্যুর পর এই অ্যাকাউন্টিটিকে কী করতে চান ?"

মুহূর্তে গলায়  একদল দুষ্কৃতী ছুরি মারে 
সিওর ইট ইস কল ট্রমা
 
 জীবনে ন্যাকামির প্রয়োজন আছে
তাকে মান্যতা দিতে গিয়ে দেখা
ক্ষতচিহ্ন জানে তাকে ক্ষমা করতে কতটা ক্লান্তি লাগে 

আর বুঝলাম সব থেকে বড় ন্যাকামি ছিল জীবনে
" তুমি"

তাকে রাইট অফ...




স্বপ্নের মধ্যে আঁশ ঘোরাফেরা করে
চকচক অথচ পিচ্ছল
পেঁচিয়ে পেঁচিয়ে আসে পেঁয়াজের খোসার মত

ইদানিং তোমাকে দেখিনা সেখানে 
তারাখসা রাতের মত বিক্ষিপ্ত
তুমি 

সেই সব রাতের গল্পগুলো ধীরে ধীরে
তারা হয়ে যায়
মিটমিট করে আঁশের মধ্যে

না আজ আর অন্য কথা নয় । পুজো এসে গেছে৷ আমরা এখন সবাই ভালোবাসার গন্ধ গায়ে মেখে ঘুরি।এই সংখ্যায় যারা লিখেছেন তাদের সবার পক্ষ থেকে শারদীয়ার শুভেচছা।

প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি সৃপ্রকাশন নিবেদিন যৌনতা সংখ্যা খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে। " সৃজন" "শারদীয়া" সংখ্যা সেজে উঠেছে অনেক গুণী মানুষের সান্নিধ্যে৷ এই সংখ্যায় নতুন কবিদের কবিতায় ভরে উঠেছে।।"সৃজন" পরবর্তী সংখ্যার নাম " শীত " সংখ্যা । এই পরিস্থিতিতে আমরা উৎসব উপভোগ করব ঘরে বসে কবিতা,গল্পে ,উপন্যাসে। সবাই খুব ভালো থাকুন, সৃজনে থাকুন, আনন্দে থাকুন৷ আমাদের লেখা পাঠান। সৃজন এখন থেকে সাপ্তাহিক ভাবেও কবিতা, ধারাবাহিক গল্প, ভ্রমণ প্রকাশ করতে চলেছে৷ সৃজনে লেখা পাঠানোর ঠিকানা কিন্তু একই আছে তাও ইমেইল আইডিটা আরও একবার  বলে রাখি। srijanblog10@gmail.com ইমেলে আপনি আপনার অপ্রকাশিত লেখা টা পাঠান আমরা আমরা খুব যত্নসহকারে আপনার লেখা প্রকাশ করব। সবাই খুব ভালো থাকুন আরো একবার বলি৷ শুভরাত্রি৷


পারমিতা চক্রবর্ত্তী

সম্পাদক

চিত্রঋণ - মলয় দত্ত

১৪টি মন্তব্য:

  1. খুব সুন্দর সম্পাদকীয়,সৃজনের জন্য শুভেচ্ছা আর তোর জন্য ভালবাসা

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর সম্পাদকীয়। সৃজনের জন্য শুভেচ্ছা ও তোর জন্য ভালবাসা। প্রচ্ছদও খুব সুন্দর হয়েছে।

    উত্তরমুছুন
  3. বেশ লাগল সম্পাদকীয়। শুভেচ্ছা রইল। ও হ্যাঁ, প্রচ্ছদও চমৎকার!

    উত্তরমুছুন
  4. খুব সাবলীল সরলতা নিয়ে লেখা সম্পাদকীয় ۔۔আন্তরিক শুভেচ্ছা

    উত্তরমুছুন
  5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন