শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

শ্রীলেখা মুখার্জ্জী


প্রেম প্রতীক্ষা
---------------------------------------------------
শুনেছি আঠারো মানেই লাগাতার প্রেমের কুচকাওয়াজ। কিন্তু আমার অষ্টাদশী কচি সবুজ মাঠে একটিও পদধ্বনি শোনা যায় নি...নাকি আমিই শুনতে পাইনি !!! এই ব্যাপারটি আজও আমায় বড়ো ভাবায়।প্রেমের কড়া নাড়া শোনার জন্য যা কিছু প্রয়োজন , তার একশো ভাগই আমার কাছে ছিলো কিন্তু। তবুও তার দেখা পাইনি।
একুশ যখন নিজেকে নিয়েই মুগ্ধ , তখনই সপ্তপদীর গাঁটছড়া। প্রেম বোঝা আর হলো না। দায়িত্ব কর্তব্যের ভ্রূকুটিতে অচল পয়সার মতো অবহেলায় পড়ে রইলো নরম জলপাই রঙের স্বপ্নগুলো। চব্বিশের কাশফুলের দোলায় মাতৃবেলার আঘ্রাণ। অনেক না পাওয়া ভুলিয়ে দিলো সে অনুভূতি।
দেখতে দেখতে পড়ন্তবেলার রোদ এসে পড়লো আমার একফালি আকাশের জানলায় । সিঁথির দুপাশে রূপোলী ঝলক স্পষ্টতর। কপালের বলিরেখায় , সেই পুরোনো ভাবনা আজও কারণ সমেত উত্তর খোঁজে। বয়স যদিও ষাট পার করেছি , তবুও মন এখনও প্রেমের বয়াম থেকে চুরি করে আচারের স্বাদ নিতে চায়। একটি একটি করে বসন্ত চলে যায় , হেমন্তের ঝরাপাতার আওয়াজে আমি আশা কুড়োই পরের বসন্তের...হয়তো সে আসবে এবার। দেরাজবন্দী সেই ঝিমিয়ে পড়া স্বপ্নগুলো হয়তো আবার মেলবে পরাগডানা----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন