নদীকথা
নদীটি আমার কাছে নিয়মিত আসে।
ঠিক যখন দিবালোক কেড়ে নিতে
চুপিসারে আসে সান্ধ্যকাল।
তিরতির বয়ে যায় আর
একা একা গেয়ে যায় জীবনের গান।
আমি তাকে কোনোদিন গাইতে বলি না।
আমি তাকে কোনোদিন আসতেও বলি না।
তবু সে ঠিকই আসে
গান নিয়ে
কথা নিয়ে
আর আনে
বাংলাভাষার অহংকার।
এই মহার্ঘ্যের জন্যই আমি তাকে
বুকে এঁকে রাখি আজীবন।
চিত্রঋণ_ জয়ীতা ব্যানার্জী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন