শনিবার, ৩১ মার্চ, ২০১৮

ঝুমা চৌধুরী


#পরকীয়া

মৃন্ময়, 
বাঁকা চাঁদের আলো এখন আবিরের চাদর গায়ে দিয়ে আছে
জানো না এখন তো বসন্তকাল !
শিশির পড়ছে টুপটুপ করে

আগের বসন্তে কি হয়েছিলো তুমি জানো না বুঝি!!

শিশির এসে ভাব জমালো
নিশিরাত তারাদের দিলো জ্বালিয়ে
চাঁদ বসলো শিশির কণার গা ঘেঁষে
গল্পে গল্পে আদর
আদরে আদরে উষ্ণতা
বসন্ত  উঠলো ঘেমে!
"চাঁদের বুকে দাগ" লাগলো
চাঁদ তার নাম দিলো "ভালোবাসা" 

মৃন্ময় জানো, তখন রোজ লজ্জা ভাঙতো চাঁদের!
রোজ ইচ্ছা করে উড়িয়ে দিতো বুকের আঁচল
শিশির গড়িয়ে পড়তো কপাল থেকে গাল গাল থেকে ঠোঁট
ঠোঁট থেকে গলা বুক পেট নাভি....
জানো মৃণ্ময় একদিন কি হলো!!

ভোর হলো,বেলা বাড়লো
ঝলমলে রোদ
কই শিশির!!!
রদ্দুরের হাত ধরে সে আকাশেরই বুকে অন্য কোথাও!
ওরা এক পর্দার আড়ালে!
এক দরজার পেছনে!
এক চাদরে!
ওরা সহবাসে!

তার পর থেকে বসন্ত এলেই চাঁদ আবিরের চাদর মাখে।
মৃন্ময়, তুমি জানো না আগের বসন্তে কি হয়েছিলো!!
সবাই বলেছিলো "চাঁদ শিশিরের পরকীয়া"
অথচ চাঁদ ভালোবেসে "সহমরণ' চেয়েছিলো।

                     ঝমা চৌধুরী


#একটা অন্য গল্প

মরে যাওয়া নদীটার গা ঘেসে 
হেঁটে যাচ্ছিলো কালো প্রেমিকাটি
তার চোখের গভীরতা মাপতে গিয়ে একদিন
ডুবে গিয়েছিলো ভবঘুরে প্রেমিকটিও
ওর কালো গালে চুমু লেপে দিয়েছিলো
ঠোঁটে আঙুল রেখে বলেছিলো,"হোক না কালো
তবুও ও মেয়ে তুই ভালো"

তারপর কোনো একদিন নির্জন দুপুরে বৃষ্টি ভিজলো দুজন
এক ভারাক্রান্ত বিকেলে একসাথে সূর্যাস্ত দেখলো
মুড়ি চপে একটা সোহাগী সন্ধ্যা বাঁচলো
আর গভীর রাতে খসে যাওয়া তারা দেখে আনন্দে আত্মহারা হলো
মেয়েটি আহ্লাদী সুরে বললো,"এমন করেই জীবন জুড়ে সোহাগী রঙ ঢালো
ও ছেলে তুইও বেশ ভালো।"

এরপর কোনো এক ফাল্গুনে লজ্জা ভাঙল খিল
মনের অলিগলি পার করে মুঠো খোলা সুখ
উড়িয়ে দিলো বুকের আঁচল!
মনের ভাঁজ খুলে ডুবকি লাগালো শরীরী উপত্যকায়
গোপনীয়তা বেড়া জালে লাগলো আগুন
কালো প্রেমিকা ছড়িয়ে পরলো
দুপুরের চিলেকোঠায়,অন্ধকার সিঁড়ির ঘরে,পোড়ো বাড়ির থামের আড়ালে

বাকী টুকু ইতিহাস লিখলো অবজ্ঞার নীলচে খোলসে

"ব্যাকরণ না মানা প্রেম গনগনে আগুনের শিখা তাই
না ছুঁলে তিরতিরে জ্বালা
ছুঁয়ে দিলেই ছাই...."

                        ঝুমা চৌধুরী----

#স্বপ্ন বাড়ি

ষড়ঋতু জড়িয়ে,অলস দুপুর আর নির্জন রাতের গায়ে পিঠ ঠেকিয়ে
তোমার আমার অসমাপ্ত উপন্যাস

তোমার ছুঁড়ে দেওয়া শব্দ খুঁটে খুঁটে তুলে রাখি আমি,
তোমার আলগা অভিমানে বুলিয়ে দিই ভালোবাসার লালচে তুলি
কিছু ঝগড়া পুষি সোহাগী সংলাপের রেশ ধরে

আড়াল টপকে যেটুকু আদর
আমার মনের গলির মুখে পৌঁছে দাও তুমি
সদর দরজা খুলে তাকে তুলে আনি।
মনের আড়াল ভেঙে মিশিয়ে দিই শরীরী ঘামে

ঠান্ডা গরম ভাত নেই,কয়েনের ঝনঝন নেই
পুষে রাখা সম্পর্কে অহংকারের ঝাঁঝ নেই
দিন শেষে ঘেটে ফেলা বিছানায়
অধিকারের আঁশটে গন্ধ নেই

শুধু আছে,
আদরে সোহাগে অভিমানে অনুযোগে
অনুভবের আঙুল ছুঁয়ে স্বপ্ন পাড়ায়
তোমার আমার অন্য একটা বাড়ি "ভালো বাসা"...
                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন