সম্পর্ক
হয়তো তোমার জন্যে কেউ অপেক্ষায় ছিল,
আমার থেকে অনেক বেশি সুযোগ্য
তাই পেরিয়েছো অক্লেশে চেনা গন্ডি
ফেলে রেখে তোমার সাজানো ঘর
তোমার জমি একলা পুরোনো বর
এখনো বারান্দার রেলিঙে ভিজে শাড়ির দাগ
তোমার রাখা টবের চারার তোলা মুখ
হয়ত মানাতে পারিনি মানতে পারনি তুমিও
একলা ঘরে তুমিই পারমিতা এখনো
মনে পড়ে দুপুর রোদে কাটাকুটি খেলা
পায়ের দাগে আলতো চুমু নরম বেলা
এখনো কি হাসতে গেলে নাকের পাটা ফোলে
ঘেমে নেয়ে রান্না ঘরে বড় কাহিল হতে
শ্রান্ত আমি ভীষন এখন, পালটে গেছি আমি
গভীর রাতে শুধু ভাবি কবে ফিরবে তুমি--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন