মরমিয়া
মনেরে নিয়ন্ত্রণ করা কি অত সহজ
বাউল মন যখন যেমন
এ যে বেজে যায় নিজের মত করে
স্তব্ধতায় মগ্ন থেকে
সাড়া নেই কোনো গভীর তৃপ্তিতে পুলকে
থেকে থেকে জেগে ওঠে
তবু ছুঁতে গেলেই শূন্য যেন
জানিনা এর কি কারণ
ভাবনারা মেলে দেয় ডানা
নীল আকাশ নেই ছোঁবার মানা
তবু দু পায়ে কিসের বাঁধা
জানি না কি কারণ
অকারণ পুলকে আপ্লুত আমি
ভেসে আছি মগ্নতায়
সব আছে চারপাশে
শুধু আমি নেই আমার মাঝে
জানি না কি কারন, জানিনা কি কারন
২)
মৃত সঞ্জিবনী দিও দেবী আরবার
তোমার চরণ প্রান্তে চুমি একবার
এ কলম তোমার প্রসাদ ধন্য অনুক্ষন
ভক্ত আমি রিক্ত কবি অক্ষরেই দেবী দর্শন।
৩)
ছেঁড়া বিকেল-
বৃষ্টি স্নাত বিকেল, গোখেল রোডের গোল মন্দির
ছপে ছপে জলে নন্দন ভেজে একলা গম্ভীর
আজ কুছ আজীব হো যায়ে, অচল ট্রাফিক
দিল মাঙ্গে মোর, অটোতে দেখা পুরোনো প্রেমিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন