কথোপকথন
== আজকাল কারো সাথে কথা বলতে মন চায়না আমার।
আমার "আমি" কে নিজের মত সাজিয়ে বারোয়ারি করে তোলে সকলে,কোন খুশিতে কে জানে।।
=== জানি কারো দেখা আর কারুর মতন নয়!অথচ সকলের দেখা কারুর না কারুর মতন হয়।জন্মইস্তক যে দেখার ক্ষমতা তৈরী হয় তা অন্য লোকের দেখাদেখি দেখতে শিখেছি বলেই হয়ত।
===সেটাই সমস্যা।বিশেষ কিছু দেখতে গেলে আমাদের দেখাটাও শিখতে হয়,অথচ যেই বিশেষ দেখাটা অন্য কে বোঝালেই সেটা সার্বজনীন হয়ে আপসের ফলাফল দাড়ায়!আমার দেখাটা কিন্তু আমারই থেকে যায়।এই যে পথ ঘাট আকাশের রঙ অন্যের পছন্দ সই হয়?আমি যে ছবি আঁকব সেটা অন্যের ভালো লাগা মন্দ লাগা ক্ষনিকের পরিস্থিতি আমার ত স্থিতির ফলাফল।
===তুমি কোথাও নেই!আসলে তুমি দর্শক,পাঠক,শ্রোতা।তোমার প্রতিটি শব্দের বক্তা সুকৌশলে অন্যরা নিজের দায়িত্বে নেয়।
==এই যে আমি যন্ত্রনায় মরছি।প্রতিটি শব্দ আর নিজেকে হত্যা করতে করতে আবার জন্ম নিয়ে আমার জন্মের মাহাত্ব্য বোঝাতে গিয়ে সেই অবস্থান কে বাঙময় করে তুলে অন্ধকারে সঞ্চারিত হচ্ছি সব তবে ভিত্তিহীন?
===কি সেই সরঞ্জাম?যার অভিপ্রায়কে ব্যক্ত করতে চাইছো যা সার্বজনীন নয়?
====না কিছু না!বৈচিত্রের গোড়ার কথা রহস্যময় আমরা পল্লবিত রূপ দেখতে অভ্যস্ত সবসময়।আসলে আকাশের লাল,মেটে,হলুদ রঙ আমার প্রয়োজন,নিজের প্রয়োজনকে অন্যের যোগ্য করার দ্বায় আমার নয়।যা আমার প্রয়োজন অামার সংস্কৃতি অন্যের অপসংস্কৃতি হওয়া অস্বাভাবিক নয়।
====তুমি কি হতাশ?
===একদম না। হতাশা নিজেরাই ধাক্কাধাক্কি করে আমার চৌকাঠ পার কার করে না।যাদের সাথে আমার গভীর প্রেম তাদের ভয় পায়।
====তুমি কি নিজেকে নির্বাসন দিতে চাও?অন্যের ভাষা বোঝার পূর্নাঙ্গ ক্ষমতা জন্মায় না কারো কোন দিনও।সব পরজীবী তোমার ভাষায়?
====আসলে মনের ভেতর কারো স্ফুরণ নেই,নেই আগ্রহ মনের ঠিক কোন জায়গায় ভালোবাসার পরিবর্তে হিংসে ,মতবিরোধের জন্মভুমি?হিংসের ত কোন বিশেষন হয় না,বিশ্লেষন ও না।শুধু অভ্যাসের বসে কোন এক ময়দান কে ব্যবহার করে অপর সম্পর্কে বিরূপ মনোভাব তৈরী করে নেয়।।।তাই তো শূন্যতা টেনে চলি রক্তমাংশের জীবন্ত ভাষ্কর্যে।
===এটাই বাস্তব।শুধু স্মৃতির কাছে ছুটে যাওয়া।ক্ষয়ে যাওয়া অংশটুকুর সাথে নতুন রঙ মিলবে না জেনেও।
===চিন্তার দীনতায় একমুখী আমরা সময়ের তীর ছুঁয়ে ।অবচেতনে রোজ যে পথ হেঁটেছি তার রহস্য অনুধাবন করলাম না কখনো।বসন্তের বিপরীতেই হাঁটছি হাঁটব আজীবন।।
|
শনিবার, ২২ জুন, ২০১৯
স্বান্তনা দাস ,
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন