উইক এন্ডের কবিতা '
১-
উদ্বাস্তু শিবিরে শুয়ে যোগ-বিয়োগ দেখেছি
যোগের ক্ষত সামলে নিয়েছ বলে
তোমাকে মহম্মদ বলছিল সব
খবর মিথ্যা ছিল, আন্দাজের ঢিল মাতাল
আগত সময়ের কাছে
জানতাম না
দম্ভের ভেতর এত কারুকাজ
হাইকু কবিতার টুকরো টাকরা কথা কম দামি
কালো রং- এর উস্কানিতে মগজে কুটকুট হচ্ছিল
মন বারণ করেছিল,
কাগজ শোনে নি
সময় ফেরত দিচ্ছিল শ্রদ্ধার মূল্য
ওইসব ছবির অনুমোদন নেই
যার মধ্যে লেপটে আছে মানসিক অসুখ
ভাবনার গোড়ায় কেরোসিন তেল ছড়িয়ে পড়ছে
মে মাস, ভরা গ্রীষ্ম
দেশলাই আর ধরিয়ো না ... প্লিজ
২ -
৩৬০ ডিগ্রি হলে বৃত্ত সম্পূর্ণ হয়
ওপরদিকে কালো- রং নিজেকে মেলছিল
ঘটিগরম কবিতা লিখতে বলল, বসেছিলাম লিখতে
ব্রোকার দাঁড়িয়ে, ওদের মন বড়বাজারে বিক্রি হবে বলে
৩ -
উঁচু কলার, সাদা শার্ট, উৎসব এবং চশমার কাঁচ
নাঃ , জানে না পীড়িত চোখের ভেতর টা
জল ভরে ছলছল করে
জল যেমন হয়
জলের কোন পদবী নেই !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন