মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

বনবীথি পাত্র

#অকূল_আঁধার

.
কাল রাতে পাগলটা বড্ড চিৎকার করেছে। এমন চলতে থাকলে আর কিন্তু বাড়িতে রাখতে পারব না। অস্থি-চর্ম-সার শরীরটায় ইঞ্জেকশনের মোটা সূঁচটা ঢোকানোর সময় প্রতিবাদী মানুষটা যেন কেঁপে ওঠে। স্বামীর হাতটা ধরতে গিয়েও থমকে যায়, দুদিন আগের মচকে দেওয়া হাতের ব্যথাটা এখনও যায়নি।
নিজেদের সর্বস্বটুকু উজাড় করে মানুষ করেছিল মেয়েকে।
গতরাতের পুরুষসঙ্গীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের উচ্চশিক্ষিতা আদরের দুলালী। নতুন সঙ্গী নিয়ে ফিরবে দিনের শেষে....
ভোরের আলো ফুটছে বাইরে। অন্ধকার শুধু গাঢ় হচ্ছে সন্তানকে ভালোবেসে জীবন্মৃত মানুষদুটোর জীবনে.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন