মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

দীপঙ্কর বেরা



ভোর হওয়ার আগে / 
---------------------------
দোকানের ঝাঁপ তুলতেই হৃদয়নাথ ভূত দেখার মত মহেশকে দেখে চমকে ওঠে।
- একটু জল হবে?
বাসি জলের বোতল এগিয়ে দেয় হৃদয়নাথ।
- এখানে কি এখুনি ভোর হবেই?
হৃদয়নাথ হাসল - তা তো হবেই । সর্বত্র যেমন হয়।
মহেশ ভয়ে ভয়ে বলে - তাহলে তো আমাকে এক্ষুণি পালাতে হবে।
হৃদয়নাথ আটকানোর চেষ্টা করে - যাস না খোকা!




জন্মসিদ্ধ একা 
-------------------
ফেরার রাস্তা খুঁজে ফেরে বৃষ্টিস্নাত বিকেল
মেঘেরা সব ঘিরে আছে কালো রঙের মিশেল
উঁকি দেওয়া জানলা জুড়ে অনেক গল্প কথা
খুব সহজে নেয় বুঝে নেয় টাপুর টুপুর ব্যথা।

কাক ভেজা ওই কাছে দূরে জল জমেছে খুব
মনের ভেতর নদী আকাশ দিচ্ছে কেবল ডুব
কোথায় যেন টিপ টিপ টিপ তোমার সঙ্গে দেখা
মেঘে মেঘে আলাপ করে আমার জন্মসিদ্ধ একা।


মঙ্গলা থেকে ষষ্ঠী
-----------------------
যে কোনো প্রথার বুকের ভেতরে
লুকানো থাকে আন্তরিকতার আলো,
তোমাকে আসন পেতে বসিয়ে সে
জামাই আদর করবেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন