ফিরতি পথ আর কতক্ষণ
তার কথার মধ্যে রাখা ছিল ধারালো ছুরি
আর অশ্রুর ভেতর মেঘ,
হরিণী দুপুরের ত্রস্ত চাউনি জুড়ে ছিল আশঙ্কা,
হাসিতে ছিল সাহস;
কোমলে কোমল
কঠিনে কঠিন ছিল,
দূরত্ব নৈকট্যের সরল হিসেব ছিল,
অভিমানে প্রেম ছিল,
বাসি চোখের রোদ-সকাল ছিল
এখন আছে অন্ধকার,
নিদারুণ অন্ধকারময় একখানি ঘর,
বন্ধ জানালা এবং বাতিকগ্রস্ত সপ্তাহগুলি,
বুড়োটে পথঘাট, বৃদ্ধ-গাছ;
ট্রেনের টিকিট জমানো শৈশবের
নিষ্পাপ মুখ আর দেখি না,
বদলে প্রস্ফুটিত পদ্মশোভায়
পদ্মগোখরোর আত্মগোপন দেখি,
ভয় পাই;
শঙ্কা হয় এ'টুকু ভয় পাওয়া গুলোও
একদিন একাকী ফেলে চলে যাবে,
যেভাবে চলে গেছে-
সমস্ত প্রতিকূল মুখোমুখি হবার দুর্জয় সাহসটুকু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন