শুক্রবার, ১৫ মে, ২০২০

সোমনাথ বেনিয়া


দুল 


তিতলির কান ফোটানো হলো। সুতো পরিয়ে বলা হলো বোরোলিন ছাড়া ফুটোর গোড়ায় কিছু দেবেন না। এভাবেই চলছিল। কিন্তু ঠাম্মার স্নেহের ধন তিতলি। কত আর অপেক্ষা করা যায়। তিনি ইতিমধ‍্যে একটি ভালো সোনার দুল অর্ডার দিয়েছেন। এরপর কয়েক মাস বাদে দোকান থেকে আনা দুল তিতলির কানে পরাতে গেলেন আর ফুটোর গোড়া তখন‌ও পর্যন্ত কাঁচা থাকায় কিছুটা রক্তারক্তি হলো। ঠাম্মা নিজের ভুল বুঝতে পেরে আবার অতিসাবধানে সুতো পরিয়ে দিলেন। দুল দুটো তিতলির মায়ের কাছে রাখা থাকলো।
       এখন তিতলি দাঁড়িয়ে আছে তার ঠাম্মার ছবির সামনে। হাতে সেই দুল দুটি। কাচের ফ্রেমের উপর দিয়ে তার ঠাম্মার ছবির কানে দুল দুটো ধরে তিতলি বলে - ঠাম্মা আজ আমার সাধ! এই দুল দুটো তোমার। নিতে এসো কিন্তু ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন