শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

শুভাশিস , পারমিতা

হিলস্টেশনের ঘুম
১)
 খিদের সামনে বসে 
নরম একটা সংকোচ 
হাত রাখলেই গলে যেতে পারে 
২)
একদিন ফিরতে হলে 
ঠোঁটের পরোয়া করবো না 
অরণ্যের শোকমিছিলে সামিল হব
পাতা সরিয়ে দেখে নেব 
"বিসর্জনঘটিত তার গলি ও গন্তব্য"
৩)
একটা অতিক্রমযোগ্য ভুলের পর 
শীত রাম অবতারে 
শুধরে নিতে চাইলে 
তিন পেগ মগ্নতাই যথেষ্ট 
৪)
কেউ হিসাব রাখেনি 
কতটা স্তব্ধতা ভাঙলে - তিস্তার পাথর গলে 
মেজাজ বদলাচ্ছে অনিকেত 
শরীরের এবং ঠোঁটের

এখন টেবিলজোড়া নিবন্ত সিগারেটে চেয়ে  হিলস্টেশনের ঘুম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন