শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

শম্পা মাহাতো

এই তো সেদিন
-------------------
ক্ষমা ক্ষয়ে আসে
শব্দের কাছে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াই
সন্তাপ উজাড় হচ্ছে
খোল করতাল ঢাল তলোয়ার
আমাদের সাদা পায়রার খোপ
তুমি দেখতে পাচ্ছ মা
কীভাবে শান্তির জল ছিটিয়ে ছিটিয়ে
একটু স্বস্তি কামনা করছে সংসার
অথচ এই তো সেদিন তোমার আঁচল
তোমার আগল তোমার আলতা পা
তোমার আলতো আদর
তোমার শেখানো ভাগ করে নেওয়া
মা, সবকিছু বদলে যাচ্ছে
এমনকী শব্দার্থ পর্যন্ত….
কোথাও যেন আস্ত হয়ে উঠছে ভাঙন
আর বায়না গর্জে উঠছে উঠোনের
আজও কি তুমি 'খিদে নেই'র মতো বলে উঠবে
‘আমি জানতাম না’।

চিত্রঋণ : পাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন