শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

মেঘ অদিতি

একটি আত্মঘাতী ফুল, তোমাকে



উপসংহারের দিকে ছুটে যাওয়া সন্ধ্যাকে
আজ গল্প জানছি
কথাকে গাছ, গাছকে কুয়াশা

কোথাও যাবো না-
ভাবতে ভাবতে ছাদ ফুঁড়ে উঠলো মাথা
অয়েল না প্যাস্টেল
প্যাস্টেল না এ্যাক্রেলিক
প্যালেটে চাপ দিলে
বেরিয়ে আসছে চাপ চাপ অন্ধকার
শরীরে ডাকছে বান
আত্মভ্রমণের পাখিজগত আমার
সন্ধ্যার সমুহ মায়ায়
তোমাদের এক হাত দেখে নেওয়া গেলো ভেবে
দ্রুত ঘুমিয়ে পড়ছি



উদযাপনের এত এত শেড
এত তীব্র অন্ধকার
প্রিয় মুখ-
স্বীকার করি সুতীব্র চিৎকারের পাপ
স্বীকার করি দুরভিসন্ধির সন্ত্রাস
ঠিকরে গেছে আমার সেপিয়ার টোন
ঘুণপোকা কেটে নিলো এই জন্মান্ধের আয়ু

তোমাকে আলো দেবো বলে
সকালের কাছে যত রাত কুড়োচ্ছি
আলোয় পুড়ে যাচ্ছে তোমার দীর্ঘশ্বাস

সারাদিন ঘুড়ি ওড়াচ্ছি কসমোপলিটান আলো-ছায়ায়



ঘটনার প্রত্যাবর্তন না কি বাটারফ্লাই ইফেক্ট
বলতে পারবেন তাত্ত্বিকরা

আমি শুধু জানি
নক্ষত্রের দিকে ছুটে চলা ওই মুখে
ভোরের মুখেই সন্ধ্যা ঘনালো
বুদ্বুদ কেটে বসানো হলো
দুরের জংশনের ল্যান্ডস্কেপ

চলে গেলে-
জানলাম ফুলেরাও আত্মঘাতী হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন