সেল্ফিতে---
কত কথা কত ব্যথা দায় অঙ্গীকার হার মানা মানি
ভাগাভাগি অপত্য সুখ
ভালোবাসা কাঁচের দেওয়াল সহজেই দাগ পড়ে যায়
যখন সেল্ফিতে অন্য নারী মুখ----
কত কথা কত ব্যথা দায় অঙ্গীকার হার মানা মানি
ভাগাভাগি অপত্য সুখ
ভালোবাসা কাঁচের দেওয়াল সহজেই দাগ পড়ে যায়
যখন সেল্ফিতে অন্য নারী মুখ----
বিষাদ
ক্ণা
বাড়িয়েছি
হাত- রেখেছ কি হাতে সেই
বিষাদ দানা এক এক করে--
অমৃতের পাত্রে পড়ে আছে গরল
তাই সই-- ভালোবাসার নাম গরল---
বিষাদ দানা এক এক করে--
অমৃতের পাত্রে পড়ে আছে গরল
তাই সই-- ভালোবাসার নাম গরল---
হৈমন্তিকা
অঘ্রানের
বৃষ্টিতে ভিজে উঠোনে
মনখারাপের সেই আলো--
কিছুই যায় না বৃথা থেকে যায়
জীবনের সব টুকু রাখা ভালো
মনখারাপের সেই আলো--
কিছুই যায় না বৃথা থেকে যায়
জীবনের সব টুকু রাখা ভালো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন