রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

শ্যামা পদ দে



সীমারেখা
শ্যামা পদ দে
গভীর শেকড়ের সাহচর্যে লালিত বৃক্ষ-জীবন
কষ্টার্জিত জল, আলো, বাতাস এর নিবিড় পালন...
ভরা সংসারে ডালপালা, সবুজ, আশ্রিত পাখিরব__
প্রত্যয়ী বিটপ-বুক, ভালোবাসায়...।
লাজুক লতা ও বিভোর হয় ছায়া-প্রেমে
জড়িয়ে পড়ে জীবনের অঙ্গীকারে, আকাশ ছুঁতে...
লতা ফুলের অহংকারী যৌথযাপন।
হাসিমুখ শক্ত বিটপে সোহাগ বিলাস_
অনায়াসে সয় কণ্টক রোহিণীর মৃদু কামড়
আদর আছিলায়, ঊর্ধ্বগামী বিস্তারে ।
রোহিণী লতার বৃক্ষশীর্ষ অতিক্রম করতে নেই
বৃক্ষ কাঠ হলে লতা জীবনের পতন অনিবার্য
লোলুপ কুঠার কাঠের পথ চেয়েই বসে থাকে যে...।

লাল-গোলাপ
ছেলেটির লাল-গোলাপের শখ খুব...
ঘাম- রক্তে তৈরি করেছিল আটপৌরে টব_
লাল গোলাপের চারা খুঁজছিল অনেকদিন...।
অবশেষে, এনেছিল একটি লাল গোলাপের চারা
হার্দিক যত্নে পুঁতেছিল সেই টবে, সজীব মাটিতে।
তারপর,
রোদ্দুরে উষ্ণতা__
আদুরে জল- পুষ্টি...
সবটুকু আবেগ...।
বেড়ে উঠেছিল সে পরম আদরে__
কুঁড়ি থেকে ফুল...
মাঝে মাঝে বাতাসের দুলুনিতে ছুঁয়ে যেত হাত...
সৌরভ ও ভালোবাসার অঙ্গীকারে...।
একদিন পরিপূর্ণ গোলাপ ছুঁতে গিয়ে _
পাপড়িও খসে যায় সোহাগী স্পর্শে...
তাঁর নাক এড়িয়ে সৌরভ বিলীন হয় বাতাসে
কাঁটায় ক্ষতবিক্ষত হয় আঙুল, বুক...।
সে এখনো গোলাপ ভালোবাসে __
হাতে-বুকে আঁকা রক্তের আল্পনা...
অবশ্য টকটকে লাল...।
টোপ
শ্যামা পদ দে
এই মেয়ে...
কাঁদিস কেন?
কফিন ভিজে যাবে যে__
এতো দামী দামী ফুলের বোকে...।
দ্যাখ দ্যাখ, কতো মোমবাতি !
সত্যি বলছি, গান-স্যালুট দেবো...।
ও পছন্দ হয়নি বুঝি__
এই নে অ্যাপয়েন্টমেন্ট...
আচ্ছা, ডবল ই করে দিলাম।
টাকার রঙও সিঁদুরে লাল রে__
এবার তো আমার নামে জয়ধবনি দে।

প্রবাহ
শ্যামা পদ দে
সময়ের হাত ধরে হাঁটা অক্লান্ত পথ__
অবশেষে একটা ভরসা আঙুল...
আহ্লাদে ডগমগ, আক্ষেপ ফুরিয়ে আস্থা জ্ঞাপন।
বিকেল- ঝিল চুমু খায় সন্ধে ঠোঁটে...
নীড় ফেরা পাখির ডানার শব্দে
লজ্জা-রাঙা অস্তরবি তলিয়ে যেতে চায়
স্থির জলের বুকে, আরও গভীরে...।
সন্ধে প্রদীপ মাপে হৃদয়ের উষ্ণতা
শুকতারায় জেগে থাকে প্রেমজ ওম
ঝিঁঝিঁ, তারামণ্ডলে মাখামাখি__
গলা চাঁদ বেয়ে নামে জোছনা আদর...।
মান- অভিমানে রাত পরীর চোখে মেদুর নেশা
শিথিল শরীর আঁধার জড়িয়ে ধরে তীব্র আবেশে__
দু হাতে তন্দ্রাচ্ছন্ন মায়া, সুখ নামে ঘুম সঙ্গমে
কোলে মাথা রেখে ধীর পায়ে পিছু ফেলা মুহূর্ত, ভোরের পথে ।
সময়ের তো আর কোনো ডায়াপজ হয় না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন