বসন্ত বাতাসে
-----------------
না আমি তোমাকে আগুন শেখাতে পেরেছি
না তুমি আমাকে শীতের তপস্যা
তবুতো আঁকড়ে থাকি থাকো
যে নামে ব্যস্ত বাগান ফুল ফোটায়
যে নামে মারণ রোগ
আমাদের কুসুম কল্পনার কাছে
তার আকাশও ছোট হয়ে আসে
আবার করে নতুন নামে ডাকি ডাকো
আমি বারবার ফুলদানি হই বারবার সুর
অবুঝ ঝংকার
আর তুমি কথা সুগন্ধ
শুধু অলঙ্করণ বুঝি আর বসন্ত বোঝো না।
সীমানা
--------------
দুপুরের জানলায় নদী হয়ে যায় রোদ
দু দিকের জনপদ জুড়ে বালিকা বেলার
এলাটিং বেলাটিং সই লো
সত্যি বলছি সন্ধ্যে নামত না
যদি না নদীটিই পরজন্ম, চাইত
মেঘ হয়ে লুকিয়ে পড়তে
আকাশের সিন্দুকে।
সীমানা পেরিয়ে নারকেল গাছ, কারখানার চিমনি
সবদিকে কালো ধোঁয়া, কানামাছি….
যাকে পাবি তাকে…..
বন্ধু নদীর সাথে দেখা হলে বলিস
এক একটা না পাওয়াও আস্ত জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন