বৃত্ত
বিষন্নতা যখন আঁচল পাতে ,
তেজপাতা রং শব্দেরা ছড়ায় পান্ডুলিপির বুক জুড়ে।
হাত ধরাধরি করে হেঁটে যায় বোহেমিয়ান স্বপ্ন ।
বুকের উপত্যকা থেকে ছাউনি তোলে সময় ,
আর নখের আঁচড়ে কাটা রাস্তায় পা ফেলে আগামী ।
উত্তাপ জড়ো করা মুঠো ক্রমশ বেমানান ক্যানভাসে
নিস্পৃহ কথারা গুঁড়ো হয়ে বিছিয়ে থাকে সাঁঝতলায়।
নীলাভ চৌহদ্দিতে স্বপ্নের অসহায় সমর্পণে
আর একটা মৃত্যুর ইতিহাস রচিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন