শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

দ্বীপ সরকার

ভুল ঠিকানার কবুতর



ফুঁ দিয়ে কবুতরজোড়া উড়িয়ে দিলাম
যুগল কবুতর উড়ছে
একটা ভুল ঠিকানায় উড়ছে
ক্ষণেক পড়ে কবুতরজোড়া নেমে আসলো..

উড়ন্ত সময়টাতে কবুতর কোথায় ছিলো ?

না জানা অনেক জৈবিক প্রশ্ন ধোঁকা দিলে
আমি প্রশ্নঘুমে ডুবে যাই
শুণ্যের হাত থেকে ছিটকে পড়ি নিচে
কতিপয় স্বপ্নের ভেতর ওড়াউড়ি শেষে দিনান্তে
ফেরার সঞ্চয়ে জমতে থাকে প্রশ্নঘোর।

চমকে উঠে হাতড়াই পাশে-
গোলাকৃতির লাটিম ঘুড়ছে পৃথিবীর ব্যাসার্ধে,
ফুঁ দেয়া কবুতর কোথায় ছিলো আকাশে
একটা ভুল গন্তব্যে? নাকি গন্তব্যের বিপরীতে?

বেলুনের মতোন বায়ুখাঁচাতে জীবনগুলো
এভাবেই উড়ছে। 
ধমক খাওয়া চিলের মতোন  উড়ছে গন্তব্যহীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন