শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

বাসব মন্ডল


খিদে
.......



খিদে পেলে
আমি মায়ের মুখটা 
মনে করি-
তাতে লুকিয়ে আছে
হাজারো উপবাসের গল্প
সাবানের জিভে লেগে থাকে
অসংখ্য কলঙ্ক ভ্রূণ
তবু ও
প্রত‍্যক চানের শেষে
আমি নিভিয়ে নি
খিদের দাবানল
পরকিয়া প্রেমের ত্রিকোণমিতি
বেশ জটিল
ভূমিতে থাকে অনন্ত ধ্রুবক
বাকি দুটো বাহুর
একটা সহনাভূতি জ‍্য্া
আর অপরটা অনূভুতির নির্যাস
মাঝখানে আটকে থাকে
একটা অনিবার্য খিদে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন