শনিবার, ৩০ জুন, ২০১৮

বুবুসীমা চট্টোপাধ্যায়

দুপুর ভেজা বৃষ্টি 


বর্ষা এবার  জাঁকিয়ে নেমেছে বুঝলি সবুজ ?
দুপুরের কোলকাতা  ভিজে একসা হয়ে আছে - 
খুব মিষ্টি দেখাচ্ছে কিন্ত ভেজা- ভেজা রাজপথ থেকে 
ভেজা-  ভেজা গলির মোড় ;  
উত্তর কোলকাতার আঁচল নিঙ্গড়ানো জলে
দমদম আবার হাবুডুবু খায় জানিস ! 
আজ  অবশ্য তা  হয়নি , 
পায়ের পাতা ভিজিয়ে দিয়েই দিয়েছে  ছুট 
ঐইইইই রথের চাকার মুছে যাওয়া চিহ্ন দেখব বলে - 
সবুজ রে , 
খুব বৃষ্টি ছুঁতে ইচ্ছে করছে  আজ -
তুই থাকলেই  বৃষ্টি আমায় ছোঁয় 
বৃষ্টি আমার ধোয় !  
দুটো চড়াই ভিজে চুপসে গিয়ে 
তোর প্রিয় বারান্দার এক কোনায় বসেছে নিরালায় 
ওরা যেন কিছু বলছে  , ওরা যেন কিছু গাইছে - 
খুব বুঝতে ইচ্ছে করছে ওদের ভাষা ; 
আজকাল অনেক ভাষা  - অনেক অভিমান 
পাহাড় ভাঙা কান্নার ঢেউ গলে পড়ার শব্দ  
আর বুঝতে পারিনা সবুজ  -
তবুও দ্যাখ,  বর্ষা কিন্তু  জাঁকিয়ে নেমেছে  বুঝলি ? 
--------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন