দাঁতাল
বড় একা লাগে এই জঙ্গলে, আলো আঁধারিতে সবুজের গভীরতায় ময়াল সাপের মত পেঁচিয়ে যায় হাতের রেখার মত চেনা বন। ঝোরার ওপারের খসখস শব্দে বুঝি অজগর শিকার ধরেরছে বড়সড়। অনেক দূরের ক্যানেস্তারা পেটানোর একটানা আওয়াজ! আজ ও হাতি বেরিয়েছে এদিকের জঙ্গলে তছনছ করে চলে যাবে খোড়ো বাড়ি আখ ক্ষেত কলা বন। চাপড়ামারীর দামাল হাতিটা কাল ই একজন কে আছড়ে মেরেছে। রাস্তায় পড়েছিল মৃতদেহ। বেনাম আদিবাসী মরলে কেস দেওয়া মানা বিট অফিসারদের। এ দেশে বাঘ হাতি সংরক্ষিত মানুষের সংখ্যা বেশি অতএব তারা মরূক। ঋতবান জানে, এই গভীর রাতে এরা চোরা শিকার করতে এসে নিজেরাই শিকার হয়ে ফেরে। এদের ধরা মানা আছে তাই বন্য জন্তুকে দিয়ে দাও ভাগ করে খাবে। জোরসে চেঁচাচ্ছে আলুওয়ালার কুকুর দুটো, ওদের কপি ক্ষেতে শুয়োর ঢুকেছে নির্ঘাত। কুকুর দুটো কম নয়। নিমেষের মধ্যে পেট টি পুরো ফালা ফালা করে দিতে পারে। আপন মনে হাসল বিট অফিসার ---
এদের বন্যতা তুচ্ছ মানুষের বন্যতার কাছে। মাত্র ছ মাস আগে কেওন গড়ের জঙ্গলে সে এক পাল কে এল ও জঙ্গী কে পুড়িয়ে মেরেছিল রাতের অন্ধকারে উপর ওলার নির্দেশে। তারপর প্রমোশন নিয়ে একেবারে ডুয়ার্সে। সব একদম ঠিক ঠাক আছে এখন। কোই বাত নহি! শুধু মাঝে মাঝেই চামড়া পোড়ার গন্ধ পায় সে আজকাল খেতে বসলেই!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন