এই সংখ্যার কবি মধুমিতা চক্রবর্তী। আসুন পড়া যাক কবিতা।
পাগল ও সন্ত প্রেমিক
১
এইসব গ্লানি, পরাজয়
দীর্ঘশ্বাসের সাথে ছেড়ে রেখে যাব
সে ঠিক একদিন চিনে নেবে পথ
ক্ষমা করে দেবে
দিন গেলে যে পাগল
অনুতাপের মিঠে বাস
শুঁকে শুঁকে ফেরে
২
যদি ঘৃণা বেড়ে যায় খুব
একরাত শুয়ে থেকো ঘাসে,
যদি কমে ভালোবাসা,
উপশম নিও
এইটুকু বলে
প্রেমের সন্তকবি
নেমে যান জলে
এইটুকু দিয়ে
বলেছেন ভেসে থাকা যাবে
৩
একান্ত নিজস্ব বেদনার মত কিছু পাতা
শুকিয়ে গিয়েও তবু আটকে রয়েছে ডালেই
উঠোনের দড়িতে কাপড় মেলছে মেয়ে
আর চোখ তুলে দেখছে গতিমান জড় মেঘ
মনে মনে সে আওড়াতে থাকে
''আমাদের চলা গভীরে......"
৪
আমি এক ঘৃণ্যতর সুখ
তুমি অনাবিল আলো
অবনত, দীন ব্যবহারে
বুঝিয়ে দিয়েছি কতটা ধন্য আমি।
যা কিছু মধুর, রসময়
ভরে দেব পূজার থালায়,
শুধু
পতঙ্গজীবনের এই স্বাদ
তুমি যে পেলে না নাথ
দুঃখ এটুকুই
থাকা না-থাকায় দিন গেলেও
উত্তরমুছুনহারায় না জীবনের মানে,
লেগে থাকে ঠিকই অনুভবে –
অভিঘাতে... আশাহত প্রাণে... 🌹
'যে মাটিতে তুমি আছ
উত্তরমুছুনকে দেবে তা মুঠো ভ'রে
কবরে আমার!... '
ভারি ভালো bunch... ❣️💦