শনিবার, ১৫ জুলাই, ২০১৭

লুৎফুল হোসেন




 পত্রালাপ - ~

স্পর্ধারা অবসর পেলেই টুকরো
কিছু স্বপ্ন বানায় তেষ্টা গভীর
এক সমুদ্র ইচ্ছের বালিকণা
রোজ খেলা করে বিকেলের রঙ মাখা
হাসেদের ঠোঁটে নিদ্রাহীন ক্লান্তি
সময়ের ভাঁজে ঠুকরে যায় সিথানে


~ পত্রালাপ - ১০ ~

তালুবন্দী টিকেট থেকে সময়ের
দূরত্বে অপসৃয়মান হচ্ছো
তুমি সরে যাচ্ছো অস্তগামী রোদ
সূর্যসন্ধ্যায় সুগন্ধির মতো
নতুন চাঁদ চলমান বনভূমি
রেখে রোজ ভোর ফিরে আসে, আর তুমি !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন