● আগামী
___________
___________
পদাতিকের এই শহরে
আমি ক্ষয় বলতে শুধুমাত্র তোমাকেই বুঝি
আর সঞ্চয়ের মানে বুঝেছি কেবল
আগামীর আকাশ ।
তবে জেনে রেখো
আমার রক্ত নুনে বিষিয়ে গেছে
:
এতে আর কোনো দিন কেউ দ্রবীভূত হবে না
আমি ক্ষয় বলতে শুধুমাত্র তোমাকেই বুঝি
আর সঞ্চয়ের মানে বুঝেছি কেবল
আগামীর আকাশ ।
তবে জেনে রেখো
আমার রক্ত নুনে বিষিয়ে গেছে
:
এতে আর কোনো দিন কেউ দ্রবীভূত হবে না
☆ মেঘে ঢাকা তারা ☆
___________________
___________________
আমি একটু থমকে গেছি
বুকের ভেতরে সেই
জোগান টা নেই ভালোথাকার
যাপন টা বড্ড বেশি রুক্ষ হয়ে উঠেছে
মাটি চিরে গেছে
এক ফোঁটা পানি ও নেই কোথাও
বুকের বাম দিক টা জ্বালা করছে এবার
:
যখন শরীর জঠরে প্রায় লুপ্ত
কুচো নিশ্বাস টেনে বেঁচে আছি
পীচের গরম রাস্তায় ,
তখন এ শরীরের কোনো
ভবিষ্যত নেই
অতীত নেই
হাতে শুধু গনগনে বর্তমান,
আর শয়তান মৈথুন করে চলছে
:
তাই
যত দায় ভার গ্লানির টার্মিনালে
শুধু এই শরীর বরাদ্দ থাক
স্বর্গের নীচে যে
মেঘে ঢাকা তারা দিশা দেয়
সবাই কে লুকিয়ে
আমি সেখানেই প্রেম রেখে যাবো
:
যদি মারা যাই
তবে তারা হয়ে রোজ রাতে
এক সাথেই থেকে যাবো
ক্ষতি কি?
বুকের ভেতরে সেই
জোগান টা নেই ভালোথাকার
যাপন টা বড্ড বেশি রুক্ষ হয়ে উঠেছে
মাটি চিরে গেছে
এক ফোঁটা পানি ও নেই কোথাও
বুকের বাম দিক টা জ্বালা করছে এবার
:
যখন শরীর জঠরে প্রায় লুপ্ত
কুচো নিশ্বাস টেনে বেঁচে আছি
পীচের গরম রাস্তায় ,
তখন এ শরীরের কোনো
ভবিষ্যত নেই
অতীত নেই
হাতে শুধু গনগনে বর্তমান,
আর শয়তান মৈথুন করে চলছে
:
তাই
যত দায় ভার গ্লানির টার্মিনালে
শুধু এই শরীর বরাদ্দ থাক
স্বর্গের নীচে যে
মেঘে ঢাকা তারা দিশা দেয়
সবাই কে লুকিয়ে
আমি সেখানেই প্রেম রেখে যাবো
:
যদি মারা যাই
তবে তারা হয়ে রোজ রাতে
এক সাথেই থেকে যাবো
ক্ষতি কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন