শনিবার, ১৫ জুলাই, ২০১৭

শর্মিষ্ঠা দত্ত


অবসেশন   



অন্ধকার ব্যালকনিটায় ঝুম হয়ে বসেছিল শরণ্যা। রাত প্রায় বারোটাঅদ্ভুত  এক চেতন বৈরাগ্যে বসবাস তার এখন। সমস্ত পৃথিবী ওলটপালট হয়ে গেলেও আর কিচ্ছু  আসে-যায় না l  এখন তার কোনো পরিবার নেই, সমাজ নেই ...এমন কি সে নিজেও নিজের মধ্যে নেই আর। দু বছর আগে ,অভিষেকের সঙ্গে যখন থাকতে শুরু করেছিল ,পরিবারের সঙ্গে  ক্ষীণ  বন্ধনটা  ছিঁড়ে গিয়েছিল তখনই। 

অবশ্য চিরকালই তো বাড়ির ছোট মেয়ে হওয়ার সুবাদে অনুত্তীর্ণ হয়ে এসেছে পারিবারিক দায়দায়িত্বের পরীক্ষায় ! বছর তিনেক আগে যখন কার অ্যাক্সিডেন্টে বাবা মারা গেলেন আর মাকে ভেন্টিলেশনে রাখা হল শহরের সবচেয়ে দামী হসপিটালে ...শরণ্যার তখন নতুন চাকরি। কিভাবে সামলাবে ভাবতে না ভাবতেই বরাবরের মুসকিল-আসান দিদি এসে হাজির  বিদেশ থেকে l চিকিৎসা-সংক্রান্ত আর্থিক সমস্যা সবটাই সামলে নিল , এমনকি বাড়ি ফেরার পর  মা কে পরিচর্যার  জন্য  ট্রেইনড নার্সের  ব্যবস্থা করে তবে ফিরল ডেট্রয়েটে  আত্মীয়রা বরাবরের মতই সুবর্ণার   কর্তব্যপরায়ণতায় মুগ্ধ , শরণ্যার সামান্য কন্ট্রিবিউশনের কোনো মূল্যই থাকল না আর  

আগের অফিসে অভিষেক  ওর সিনিয়র ছিল। একই প্রোজেক্টে একসঙ্গে কাজ করতে করতেই পরস্পরের  প্রতি অনুরাগ অভিষেক  যে বিবাহিত সেটা অন্য অনেকের মত শরণ্যাও জানত বন্ধুরা  সাবধান করেছিল ওকে   অভিষেকের বৌ সায়নীও একদিন এসেছিল ওর কাছে , হয়ত মেপে নিতে চেয়েছিল ওদের সম্পর্কের গভীরতা ! সায়নীর কাছে নিজের ভালবাসার  ব্যাখ্যা দেওয়াটা অনাবশ্যক মনে হয়েছিল শরণ্যার যাবতীয় ঐহিক সুখ তখন তার অভিষেককে ঘিরেই আবর্তিত ... কোনো মূল্যেই অভিষেককে হারাতে চায়নি সে। অন্য অফিসে জয়েন করেছিল ওরা , বাড়ি ছেড়ে বাইপাসের ধারে একটা আবাসনের ফ্ল্যাটে থাকতে শুরু করেছিল। 

 সায়নী  ডিভোর্স দেয়নি অভিষেককে ;  ফলে বৈধ কোনো নাম পায়নি ওদের সম্পর্কটা পরিবার সমাজের কাছে ব্রাত্য হয়ে গিয়েছিল শরণ্যা , ফলে সমস্ত পৃথিবীটাই তার  কাছে  অভিষেকময় ! অভিষেক যে ক্রমশ  হাঁফিয়ে উঠছিল , সেটা বুঝেও বোঝেনি  শরণ্যা --- নয়ত সায়নীর কাছে আবার যাতায়াত  শুরু করেছে টের পেয়েও এত নিশ্চিন্ত ছিল কি করে ! .... মাঝেমাঝেই ডিনার করে ফিরছিল অভিষেক ... ওকে  আর টানছিল না আগের মতো ! খিটিমিটি  বেড়েই চলছিল , অবশেষে পরশু রাতে তুমূল ঝগড়ার পর অভিষেক জানিয়ে  দিল সে আর থাকবে না শরণ্যার সাথে....

গত দুদিন ধরে বেপাত্তা অভিষেক।  পুলিশে এফ আই আর করা হয়েছে ... টিভি - কাগজে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষনাও শুধু শরণ্যাই জানে  অভিষেক আর কোনোদিন তাকে ছেড়ে যাবে না কোথাও  ! সে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে শরন্যার ওয়াশরুমের ওপরের লফ্টেঅনুদ্যত সাপের ফণার মত বেঁকেচুরে ; হিমশীতল ...নিস্তেজ ......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন