নির্ঘুমের অজুহাত
ঘুমোলে শরীরে স্বপ্ন হামাগুড়ি দেয়।
নেমে আসে যেখানে ডালাবন্ধ
রৌদ্রদিনের প্রথম কৌতূহল।
ঝাপসা কাঁচে নাক ঠেকে যায়,
কেউ কেউ জলপরী হতে চায়।
কেউ আবার পাতি মাগুর!
বাসিমুখে হিসেব রাখে কাল রাতে ক'গ্রাম
ঠিক কতটা স্বপ্ন শমন পাঠালো।
তারপর ঠা ঠা রোদে রাস্তায় বেরোয়,
ধুলো মাখে।হাসে হা হা।
তারপরে কালো হয়ে আসে দিন
শেষ হয় রোমন্থিত স্মৃতিপালন।
ঘুমোলে স্বপ্ন আসবে বলে আজকাল
আর ঘুমোই না
ঘুমোলে শরীরে স্বপ্ন হামাগুড়ি দেয়।
নেমে আসে যেখানে ডালাবন্ধ
রৌদ্রদিনের প্রথম কৌতূহল।
ঝাপসা কাঁচে নাক ঠেকে যায়,
কেউ কেউ জলপরী হতে চায়।
কেউ আবার পাতি মাগুর!
বাসিমুখে হিসেব রাখে কাল রাতে ক'গ্রাম
ঠিক কতটা স্বপ্ন শমন পাঠালো।
তারপর ঠা ঠা রোদে রাস্তায় বেরোয়,
ধুলো মাখে।হাসে হা হা।
তারপরে কালো হয়ে আসে দিন
শেষ হয় রোমন্থিত স্মৃতিপালন।
ঘুমোলে স্বপ্ন আসবে বলে আজকাল
আর ঘুমোই না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন