বৃথা
আনন্দ আয়োজন
গরমে
শীতল পরিপাটি
রোদে
তোমাদের ছাতা
বৃষ্টিতে
ঘরের চাল হব
জলের
শহরে আমি নৌকা।
উগরে
দাও বিষবাষ্প,পান করে আমি কালজয়ী
এই
পৃথিবীকে সবুজের রঙে রাঙিয়ে দেবো
পায়ের
তলা থেকে যতই কেড়ে নাও মাটি।
পাখি
বসে আমার ডালে, প্রজাপতি বসে ফুলে
খাইয়ে,
পরিয়ে বাঁচিয়ে রাখি আমার সবটুকু দিয়ে।
দিয়েছো
কী? নিয়েছ সব
কাগজের
জন্য প্রান ও দিই সর্বহারা হয়ে।
যুগের
তালে দেশ সেজেছে
মাথা
তুলেছে ইমারত, হচ্ছে অনেক পিচ রাস্তা
পথের
কাঁটা নাকি এখন এই বেমালুম গাছগুলো! আমার গলা কাটা এতই সস্তা?
এত
ভ্রমন,ভাষণ,এত যে আনন্দ আয়োজন
বাঁচবে
কী করে? সবকিছু বৃথা আমায় ছাড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন