কল্পনা চলকে পড়ে
সিগারেটের ধোঁয়ায় ছুঁয়ে ফেলি মেঘ-আকাশ-তরঙ্গ
কতগুলো বিন্দু আর আবছায়া ঘেরা আমার জানালার দিগন্ত
তোমাকে ভুলে গেছি !!! একেবারেই !!!!!!
রোদের দুর্নিবার ঝলকানিতে লাজুক কুয়াশার মতো !!!
হারিয়ে গেছে কাশফুলের বিস্ময়, হেমন্তের কষ্ট ধুয়ে ধুয়ে ক্লান্ত শিশিরের জলে
রিমঝিম বরষা এসে হয়তো মুছে দেবে গাছেদের হৃদয়
ততদিনে অনেক দেরী হয়ে যাবে না তো !!!
ফুটন্ত লাভা গলে যেতে যেতে ছাই চিহ্ন এঁকে যাবে না তো চাঁদের কপালে !!!!!!!
তবু মাঝে মাঝে চমক ভাঙে, চৈত্রের মেঘের কোলাহলে
কালো মেঘের ডানায় চোখ ভাসে, চোখাচোখি হওয়ার বাসনার মতো
কতবার খুঁজেছি ......... রাতে-বিরেতে, চন্দ্রমল্লিকার কল্পনায় ভিজে ভিজে
মুছে যাওয়া ক্ষতচিহ্ন খুঁড়ে খুঁড়ে ঘুটঘুটে সুড়ঙ্গপথে
শিউলি ভেজা ভোরের আলাপে ......... নিঝুম দুপুরের জলপ্রপাতে
অথবা ল্যাপটপে আকণ্ঠ ডুবে, ভেসে যেতে যেতে ...... আবেগে ........ প্রলাপে
.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন