মেহফিল
---------------
---------------
মেহফিল থেকে ছিঁড়ে গেছে সুতো
জমছে না ভাঙা গ্লাস চুমুক ঠোঁট
আর্দ্রতা জমে জমে
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ
নির্জনতা আর কত নিষ্ঠুর হবে....
জমছে না ভাঙা গ্লাস চুমুক ঠোঁট
আর্দ্রতা জমে জমে
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ
নির্জনতা আর কত নিষ্ঠুর হবে....
দিন ঝুলে আছে দেওয়ালে
ঘন্টা মিনিট সেকেন্ড ঝুলে আছে সব
বৃথা ঝুল ঝেড়ে
অসহ্য হচ্ছে আশ, নিঃশ্বাস
সমুদ্র গর্জন গুলিয়ে যাচ্ছে।
ঘন্টা মিনিট সেকেন্ড ঝুলে আছে সব
বৃথা ঝুল ঝেড়ে
অসহ্য হচ্ছে আশ, নিঃশ্বাস
সমুদ্র গর্জন গুলিয়ে যাচ্ছে।
ফিরে এসো উৎসবের দিন
যতক্ষণ না যথেষ্ট হচ্ছে বেঁচে নেওয়া
রেখে দাও আলিঙ্গনে
জীবনের অভিধানে ছড়িয়ে যাক
মাটির ঘ্রাণ শিউলী শিশির।
যতক্ষণ না যথেষ্ট হচ্ছে বেঁচে নেওয়া
রেখে দাও আলিঙ্গনে
জীবনের অভিধানে ছড়িয়ে যাক
মাটির ঘ্রাণ শিউলী শিশির।
****************************** ****
প্রার্থনা
---------
---------
গতি নেই। যেটা আছে সেটা গতিজাড্য।
তুমি ভেবে যার কাছে ছুটে গেছি, দেখলাম সে অন্যকেউ।
তুমি ভেবে যার কাছে ছুটে গেছি, দেখলাম সে অন্যকেউ।
অভিশপ্ত নিউরোন, আঙুলে জড়িয়ে রেখো আঙুল
এই বিশাল পৃথিবীতে কঞ্জুষ রেশনের মত কতিপয় মানুষ বরাদ্দ কোরো আমার জন্য।
যে অপারগতা নিয়ে বন্যা'কে ভালোবাসিনি অথচ বৃষ্টি চেয়েছি রোজ,তাকে স্পর্শের অধিকার দিও।
বিনিময় যদি চাও, ইঁটের গাঁথুনী দিও দরজায়
আমি নিশিদিন খোলা রাখব মনের সবকটা জানলা
সুর্যোদয় থেকে সূর্যের গলে পড়া অব্ধি রামধনু আঁকব নিজেরই মেঘলা মনে
এই বিশাল পৃথিবীতে কঞ্জুষ রেশনের মত কতিপয় মানুষ বরাদ্দ কোরো আমার জন্য।
যে অপারগতা নিয়ে বন্যা'কে ভালোবাসিনি অথচ বৃষ্টি চেয়েছি রোজ,তাকে স্পর্শের অধিকার দিও।
বিনিময় যদি চাও, ইঁটের গাঁথুনী দিও দরজায়
আমি নিশিদিন খোলা রাখব মনের সবকটা জানলা
সুর্যোদয় থেকে সূর্যের গলে পড়া অব্ধি রামধনু আঁকব নিজেরই মেঘলা মনে
শুধু এই গুটিকয়েক মানুষ আমায় ভালোবেসো খুব।
****************************** ****
আলো
-----------
আলো
-----------
যেটুকু আস্কারা ছিল সবুজ রঙের
সব নিয়ে গেছে সে,
আমি পাশ ফিরে শুই।
দেওয়াল জুড়ে গোলাপী আভা
ইঁটের খাঁজে জমাট সিমেন্ট। রক্ত!!
সব নিয়ে গেছে সে,
আমি পাশ ফিরে শুই।
দেওয়াল জুড়ে গোলাপী আভা
ইঁটের খাঁজে জমাট সিমেন্ট। রক্ত!!
ঠান্ডা হাওয়া আসছে জানালা দিয়ে
বৃষ্টি হয়েছে কী? বাইরে! ভিতরে!
এ প্রশ্নের উত্তরে
কে যেন আরেকটা প্রশ্ন ছুড়ল
নীরবতা কী না-বাচক?
বৃষ্টি হয়েছে কী? বাইরে! ভিতরে!
এ প্রশ্নের উত্তরে
কে যেন আরেকটা প্রশ্ন ছুড়ল
নীরবতা কী না-বাচক?
আকাশ ভেঙে বৃষ্টি আসেনি
জঠোর থেকে বেরিয়ে এসেছে গর্ভজল
উত্তরপত্র
ভূমিষ্ট হওয়ার আগেই
কিছু শুষ্কতা শেখা ভালো।
জঠোর থেকে বেরিয়ে এসেছে গর্ভজল
উত্তরপত্র
ভূমিষ্ট হওয়ার আগেই
কিছু শুষ্কতা শেখা ভালো।
মেহফিল
---------------
শম্পা
মেহফিল থেকে ছিঁড়ে গেছে সুতো
জমছে না ভাঙা গ্লাস চুমুক ঠোঁট
আর্দ্রতা জমে জমে
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ
নির্জনতা আর কত নিষ্ঠুর হবে....
জমছে না ভাঙা গ্লাস চুমুক ঠোঁট
আর্দ্রতা জমে জমে
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ
নির্জনতা আর কত নিষ্ঠুর হবে....
দিন ঝুলে আছে দেওয়ালে
ঘন্টা মিনিট সেকেন্ড ঝুলে আছে সব
বৃথা ঝুল ঝেড়ে
অসহ্য হচ্ছে আশ, নিঃশ্বাস
সমুদ্র গর্জন গুলিয়ে যাচ্ছে।
ঘন্টা মিনিট সেকেন্ড ঝুলে আছে সব
বৃথা ঝুল ঝেড়ে
অসহ্য হচ্ছে আশ, নিঃশ্বাস
সমুদ্র গর্জন গুলিয়ে যাচ্ছে।
ফিরে এসো উৎসবের দিন
যতক্ষণ না যথেষ্ট হচ্ছে বেঁচে নেওয়া
রেখে দাও আলিঙ্গনে
জীবনের অভিধানে ছড়িয়ে যাক
মাটির ঘ্রাণ শিউলী শিশির।
যতক্ষণ না যথেষ্ট হচ্ছে বেঁচে নেওয়া
রেখে দাও আলিঙ্গনে
জীবনের অভিধানে ছড়িয়ে যাক
মাটির ঘ্রাণ শিউলী শিশির।
প্রার্থনা
---------
---------
গতি নেই। যেটা আছে সেটা গতিজাড্য।
তুমি ভেবে যার কাছে ছুটে গেছি, দেখলাম সে অন্যকেউ।
তুমি ভেবে যার কাছে ছুটে গেছি, দেখলাম সে অন্যকেউ।
অভিশপ্ত নিউরোন, আঙুলে জড়িয়ে রেখো আঙুল
এই বিশাল পৃথিবীতে কঞ্জুষ রেশনের মত কতিপয় মানুষ বরাদ্দ কোরো আমার জন্য।
যে অপারগতা নিয়ে বন্যা'কে ভালোবাসিনি অথচ বৃষ্টি চেয়েছি রোজ,তাকে স্পর্শের অধিকার দিও।
বিনিময় যদি চাও, ইঁটের গাঁথুনী দিও দরজায়
আমি নিশিদিন খোলা রাখব মনের সবকটা জানলা
সুর্যোদয় থেকে সূর্যের গলে পড়া অব্ধি রামধনু আঁকব নিজেরই মেঘলা মনে
এই বিশাল পৃথিবীতে কঞ্জুষ রেশনের মত কতিপয় মানুষ বরাদ্দ কোরো আমার জন্য।
যে অপারগতা নিয়ে বন্যা'কে ভালোবাসিনি অথচ বৃষ্টি চেয়েছি রোজ,তাকে স্পর্শের অধিকার দিও।
বিনিময় যদি চাও, ইঁটের গাঁথুনী দিও দরজায়
আমি নিশিদিন খোলা রাখব মনের সবকটা জানলা
সুর্যোদয় থেকে সূর্যের গলে পড়া অব্ধি রামধনু আঁকব নিজেরই মেঘলা মনে
শুধু এই গুটিকয়েক মানুষ আমায় ভালোবেসো খুব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন