আধুনিক চিত্ত
একমুঠো এই বালিশ ঘেরা জীবন
তার বাইরে সমস্তটুকু মিথ্যে
পর হয়ে গেছে পরিবার-ভাই-বোন
সবই সম্ভব আধুনিক এই চিত্তে
সূর্য ওঠে মিথ্যে আলো নিয়ে
মিথ্যে আশাতে চাঁদ ডুবে যায় রোজ
শরীর কিনি অনেক টাকা দিয়ে
মনের তবুও পাই না কোনো খোঁজ
স্বপ্ন ভাঙে স্বার্থ স্বার্থ খেলায়
বুকে ভয় নিয়ে ঝরে যায় সব ফুল
মন্দ-ভালো মিশে যায় ভিড় মেলায়
শিরদাঁড়া জানে কোনটা যে ঠিক-ভুল
হিসেব আজও সেই ধারাপাত বোঝে -
যে ধারাপাতে আয়না সাজায় মুখ
আকাশ ছুঁতে এত দূর যায় ও যে
পাবে কি কোথাও মায়ের কোলের সুখ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন