চিরন্তন
তুমি বদলে গেছো!
যে ভাবে দুনিয়া রঙ বদলায়!
যেভাবে ভোর থেকে দুপুর, দুপুর থেকে বিকেল
বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যে থেকে রাত
রঙ বদল করে,
যে ভাবে আকাশের সাথে তাল মিলিয়ে
সাগর রঙ বদলায়,
যেভাবে সরকার রঙ বদলায়,
খুব স্বাভাবিক নিয়মে
খুব স্বাভাবিক কারনে
তুমিও বদলে গেছো!
আফসোস নেই কোনো।
এমনি তো হয়!
সে বার ও পাড়ার ছটফটে অহল্যা বদলে গিয়েছিলো,
নববধূ তে!
পাশের বাড়ির রমার বর বদলে গিয়েছিলো,
অবৈধ প্রনয়ে!
ছোটোবেলার কাবাডি খেলার সঙ্গীটিও বদলে গিয়েছিলো
ত্রিকোণ প্রেমের লড়াই এ!
রকবাজ সনাতনও বদলেছিলো জানো
কুখ্যাত পেটো বাজিতে!
জনদরদী ছাত্র নেতাটিও বদলে ছিলো
হঠাৎ পাওয়া নেতৃত্বে!
আমার বাড়ির বিশ্বাসী কাজের মেয়েটি কি অদ্ভুত ভাবে বদলেছিলো
এক মুঠো জিরে তে!
তুমিও বদলে গেছো তেমন।
তো কি!!!
আমিও তো বদলে গেছি অনেক খানি।
এই যেমন ধরো,
এই গত শ্রাবণ, আমায় তুমি খুঁজেছিলে।
আমি ছিলাম বেপরোয়া নিজের মতোন,
এ শ্রাবনে তোমায় আমি হাতড়ে চলি
তুমি থাকো উদাসিন তোমার মতোন!
খুব স্বাভাবিক,
এটাই নিয়ম!
তবুও,
চলকে পড়া খুশির পাশে "দগদগে ঘা" স্পষ্ট
চোখের তলার বাড়তি কালি "এডিটিং-এ নষ্ট"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন