ফিরিয়ে দিস
তোর চোখে যখন ফাগুন কেনার আগুন দেখেছিলাম -
বুঝিনি এ আগুন পলাশ নয়,
শুধুই জীবনের ছাই বিলাস l
বুঝিনি এ আগুন পলাশ নয়,
শুধুই জীবনের ছাই বিলাস l
হেঁটে যাওয়া বিকেলের নদীমাতৃক অস্তরাগ,
প্রেমজ ভাবনায় অভিসারী অনুরাগ,
ক্ষুধিত আঙ্গুলের মর্মস্পর্শী শিহরণ,
চোখের উপর অনুপ্রবেশকারী কেশ দলের মিছে দাপাদাপি,
হৃদয় আগুনে ফিনিক্স হয়ে শুনেছি নিঃশব্দ নীড় -স্বপ্নের অনুরণন l
প্রেমজ ভাবনায় অভিসারী অনুরাগ,
ক্ষুধিত আঙ্গুলের মর্মস্পর্শী শিহরণ,
চোখের উপর অনুপ্রবেশকারী কেশ দলের মিছে দাপাদাপি,
হৃদয় আগুনে ফিনিক্স হয়ে শুনেছি নিঃশব্দ নীড় -স্বপ্নের অনুরণন l
তখন বুঝিনি ! তাই ভালোবাসার চারা গাছে বনস্পতির পুষ্টি যোগাতে দিয়েছি অকৃপণ উপহার-জল l
এমনকি জীবনের প্রথম উপার্জন ...
একটা দশ টাকার নোট l
এমনকি জীবনের প্রথম উপার্জন ...
একটা দশ টাকার নোট l
না, এটার কোনো পার্থিব মূল্য ছিলো না তোর কাছে -
হয়তো বা উপলব্ধির বোধ শক্তি টুকুও ...
তাই ভালোবাসা ভালোবাসা খেলায় বেঁধেছিলি ক্ষণিকের তাসের ঘর,
সব চূর্ণ বিচূর্ণ করে ভালো বাছার নেশায় ...l
হয়তো বা উপলব্ধির বোধ শক্তি টুকুও ...
তাই ভালোবাসা ভালোবাসা খেলায় বেঁধেছিলি ক্ষণিকের তাসের ঘর,
সব চূর্ণ বিচূর্ণ করে ভালো বাছার নেশায় ...l
জানি না কেমন আছিস ?
ভালো বাছার কারবারে কতটা নাম -যশ ?
জানতে চাই ও না আর ...l
ভালো বাছার কারবারে কতটা নাম -যশ ?
জানতে চাই ও না আর ...l
তবে আমি আছি বেশ !
বিনিদ্র নিকোটিনের অকপট আবদারে,
নিশাচর হুইস্কির টুং টাং সহানুভূতিতে,
আর নির্ঘুম শিশিরের পতন সংগীতে l
বিনিদ্র নিকোটিনের অকপট আবদারে,
নিশাচর হুইস্কির টুং টাং সহানুভূতিতে,
আর নির্ঘুম শিশিরের পতন সংগীতে l
কিন্তু ! যদি কোন এক প্রভাতে রাতের কারবারে নিঃস্ব হয়ে ফিরে আসিস ....
কালহন্তারিতা অনুতাপে মুখোমুখি হয়ে ফিরে চাস প্রথম প্রেম ---
নির্লিপ্ত কণ্ঠে বলবো : পারলে ফিরিয়ে দিস সেই দশ টাকার নোট টা l
আমার প্রথম প্রেম l
কালহন্তারিতা অনুতাপে মুখোমুখি হয়ে ফিরে চাস প্রথম প্রেম ---
নির্লিপ্ত কণ্ঠে বলবো : পারলে ফিরিয়ে দিস সেই দশ টাকার নোট টা l
আমার প্রথম প্রেম l
ফিরিয়ে দিস
শ্যামা পদ দে
শ্যামা পদ দে
তোর চোখে যখন ফাগুন কেনার আগুন দেখেছিলাম -
বুঝিনি এ আগুন পলাশ নয়,
শুধুই জীবনের ছাই বিলাস l
বুঝিনি এ আগুন পলাশ নয়,
শুধুই জীবনের ছাই বিলাস l
হেঁটে যাওয়া বিকেলের নদীমাতৃক অস্তরাগ,
প্রেমজ ভাবনায় অভিসারী অনুরাগ,
ক্ষুধিত আঙ্গুলের মর্মস্পর্শী শিহরণ,
চোখের উপর অনুপ্রবেশকারী কেশ দলের মিছে দাপাদাপি,
হৃদয় আগুনে ফিনিক্স হয়ে শুনেছি নিঃশব্দ নীড় -স্বপ্নের অনুরণন l
প্রেমজ ভাবনায় অভিসারী অনুরাগ,
ক্ষুধিত আঙ্গুলের মর্মস্পর্শী শিহরণ,
চোখের উপর অনুপ্রবেশকারী কেশ দলের মিছে দাপাদাপি,
হৃদয় আগুনে ফিনিক্স হয়ে শুনেছি নিঃশব্দ নীড় -স্বপ্নের অনুরণন l
তখন বুঝিনি ! তাই ভালোবাসার চারা গাছে বনস্পতির পুষ্টি যোগাতে দিয়েছি অকৃপণ উপহার-জল l
এমনকি জীবনের প্রথম উপার্জন ...
একটা দশ টাকার নোট l
এমনকি জীবনের প্রথম উপার্জন ...
একটা দশ টাকার নোট l
না, এটার কোনো পার্থিব মূল্য ছিলো না তোর কাছে -
হয়তো বা উপলব্ধির বোধ শক্তি টুকুও ...
তাই ভালোবাসা ভালোবাসা খেলায় বেঁধেছিলি ক্ষণিকের তাসের ঘর,
সব চূর্ণ বিচূর্ণ করে ভালো বাছার নেশায় ...l
হয়তো বা উপলব্ধির বোধ শক্তি টুকুও ...
তাই ভালোবাসা ভালোবাসা খেলায় বেঁধেছিলি ক্ষণিকের তাসের ঘর,
সব চূর্ণ বিচূর্ণ করে ভালো বাছার নেশায় ...l
জানি না কেমন আছিস ?
ভালো বাছার কারবারে কতটা নাম -যশ ?
জানতে চাই ও না আর ...l
ভালো বাছার কারবারে কতটা নাম -যশ ?
জানতে চাই ও না আর ...l
তবে আমি আছি বেশ !
বিনিদ্র নিকোটিনের অকপট আবদারে,
নিশাচর হুইস্কির টুং টাং সহানুভূতিতে,
আর নির্ঘুম শিশিরের পতন সংগীতে l
বিনিদ্র নিকোটিনের অকপট আবদারে,
নিশাচর হুইস্কির টুং টাং সহানুভূতিতে,
আর নির্ঘুম শিশিরের পতন সংগীতে l
কিন্তু ! যদি কোন এক প্রভাতে রাতের কারবারে নিঃস্ব হয়ে ফিরে আসিস ....
কালহন্তারিতা অনুতাপে মুখোমুখি হয়ে ফিরে চাস প্রথম প্রেম ---
নির্লিপ্ত কণ্ঠে বলবো : পারলে ফিরিয়ে দিস সেই দশ টাকার নোট টা l
আমার প্রথম প্রেম l
কালহন্তারিতা অনুতাপে মুখোমুখি হয়ে ফিরে চাস প্রথম প্রেম ---
নির্লিপ্ত কণ্ঠে বলবো : পারলে ফিরিয়ে দিস সেই দশ টাকার নোট টা l
আমার প্রথম প্রেম l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন