শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সম্পাদকীয়

ভারতীয় চেতনায়  দেবী দুর্গা কিংবা চন্ডী কল্পনা এক অনন্যসাধারণ উপলব্ধি। এই চেতনাকে অবলম্বন করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বহুদূর প্রসারিত হয়েছে। এই উপলব্ধির গভীর অন্তঃস্থল স্পর্শ করে আমাদের ধর্মবিশ্বাস পরম্পরায় প্রবাহিত হয়ে চলেছে প্রাচীনকাল থেকে।প্রাক্ আর্য-সভ্যতার যুগেও এই কল্পনা সজীব ছিল। মহেঞ্জোদাড়ো, হরপ্পায় আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে কয়েকটি দেবীমূর্তি পাওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকদের অনুমান যে ঐ মূর্তিগুলো দেবীমূর্তি এবং পৃথিবীদেবী। মহাজাগতিক ক্রিয়াকলাপ এবং অদৃশ্য মহাশক্তির মহালীলার উপলব্ধি থেকে পৃথিবীকে দেবীরূপে কল্পনা করা হয়েছে ৷ যার প্রকাশ জলে স্থলে অন্তরীক্ষে, প্রতিটি অণু-পরমাণুতে, পরমা প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে।

কাশফুলের আগমনে দুর্গাপূজা উপস্থিত I সাথে সাথে " আমার সৃজন " আত্মপ্রকাশ প্রত্যাশা বাড়িয়েছে বহুগুণ ৷ 


" আমার সৃজন " পত্রিকার পরে সৃজন অনলাইনে " শারদীয়া সংখ্যা" প্রবন্ধ ,ভ্রমণকাহিনী , গল্প ,কবিতায় ঠাসা ৷  সৃজনে থাকুন সবাই  ৷ সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা ৷

প্রচ্ছদ শিল্পী :ধীমান পাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন