শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

অম্লানরায়চৌধূরী,



উত্তর
যদিবলি , ওটাখুশীনয়
উপমারঅভাবে , তুলনায়বাদসাধা
কোনোএকঅভিনয়
যদিবলিওতারারআলোতে
ঘ্রানছিল , চাওয়াছিল ,
শুকনোঘ্রানের , শুদ্ধতাতেপ্রশ্নছিলো,
মনখারাপতখনইহল ,
যখন , হুলফোটানোরতালে
ফুলফুটলনা
বিরাগছিলনাপাওয়ার
ধাঁচাছিল , অপরিশোধিত
কিছুকন্ধহীনহাসিতখনোছিলো
অলক্ষ্যে
ধাঁচাধরেবাঁচার ইচ্ছায়।

একটু তাজা হও
শিশির বয়ে আনে স্নিগ্ধতা
পাতার কাছে ঘাসের কাছে
খোঁজে বন্ধুতা
ভেজা ঘাম , শুষে নেয়
তাজা কর্মির প্রতিবাদের আকর
বাসি ঘামকেনার দল-বিকোয়
মোহ , বিছিয়ে রাখে , বাসি
পশমের চাদর
অবগাহনে মেশায় মিষ্টি ফুলের সুরভি
এ শহরে আজ  তাজার  বড়  অভাব
বৃত্ত
মানবতার হোঁচটে , জঙ্গল রাজ করে
সাম্য চাওয়া , সাথে চলার নাবিকরা
খুলে দেয়জাহাজের দড়ি  -------,
ভেসে যাওয়ার কালে  --
উপকূল গুলো , মুখ ফেরায় ,
সড়িয়ে নেয় নোঙ্গরের দড়ি
চায়না  কোনো  পদধূলি ,
চায়না মুখোসেরকারিগরি ,
ওটা জানা
তাও আজো চেয়েই ফেলে ,
আদিম চাওয়ার না পাওয়া
অঙ্গীকার
সহাবস্থান
মুখরতারবাঁধ --
এড়ানো প্রশ্ন –উত্তরছাড়া
চোখ - মুখ –আড়াআড়ি
সহাবস্থাননাম  হলো

ক্ষোভ বিষ্ময় লুকিয়ে যখন ,
দেখলাম নিজেকে,
নতুন অ্যাপ মনে হলো,
হুস করে এলো অ্যান্ড্রয়েডের ধাক্কা
ধোপা খানা– লন্ড্রী–  নাম পাল্টাল
সুখ সভ্যতার কাছে– অধীনতায়  -
ভুল না মনে হওয়ার স্বীকার- সহাবস্থান,
কেউই জায়গা ছাড়লনা, তবে
সহাবস্থানে  এলো

কেন্দ্রীয় কমিটি, মানল আঞ্চলিকতাকে,
লেখক   মানলো, প্রকাশকের দাবী
প্রকাশক মানল-- শাসক প্রভাব
প্রভাবের ভাষায়,
সহাবস্থান হলো

মনে হলো, অনেক সাগর পেরোনো এক
ছোট্ট দ্বীপ, সব আছে
শ্বাস আছে, প্রশ্বাস বাঁধা
নিস্প্রান  ছায়ায়, প্রান যেন অছিলা,
বিন্দুই বিপাকে ফেলল,
নিজের চাওয়ার কাছে,

ততদিনে, আমার রিঙ্গ টোনটা  আমি
পালটে নিয়েছি
সহ থেকে  অসহ অবস্থানের কাছে
গ্রহন
আমিত্ত্বেররসেস্নাতসূর্য্যকিরন
ফ্যাকাসেদেখায়বিনামেঘেও
মহাকাশসম্পূর্ণহচ্ছেমাহাপ্রানছাড়া
প্রেমিকেরতীরনিক্ষিপ্তঅপ্রেমেরগুহায়
তখনোকিছুবলাথাকে
আমার
সিক্তবসনারাত্রিরকালে , উদারতার
জোনাকিরানিরলস ----------
পরিবর্তনেব্যাস্ততমসাকে
ওরাআজদ্বীপহীন , জ্বলেনা ,
ওদেরকাব্যেপোকাখাওয়াচাঁদের
প্রভাব,

সবাইআমরাসেইদ্বীপেইনোঙ্গরফেলেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন