মঙ্গলবার, ৯ মে, ২০১৭

পবন বর্মন



রেইন মেশিন
বীজ ঢাকনা খুলে অঙ্কুরিত
যত ধকল গেছে খররোদ্রের তাপে !
তবু ফোটা ফোটা বিশ্বাস জমানো ছিল
একদিন রেইন খসে পড়বেই !
ছুটির দিন নষ্ট করে 
মনখোলা আকাশ দেখেছি
যাতে ময়লা সুতোর চেনটেনে...
স্বাভাবিক ভাবে পরিস্কার থাকি

বই মেলার বই পড়ে কত শিখেছি
বৃষ্টি বেলা , সেই বৃষ্টি মেলা !
যাঁর এক নতুন নাম পেয়েছি--
সবার জন্য রেইন মেশিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন