মেঘচেরা সংলাপ
ব্যাকফুটে হেঁটে চলা স্মৃতির মিছিলে ভ্যাপসা গন্ধ
ব্যাকফুটে হেঁটে চলা স্মৃতির মিছিলে ভ্যাপসা গন্ধ
কতোকাল ধরে ওদের মুঠি চেপে রেখেছি
মেঝেতে দোক্তা পাতার মতো সেঁটে থাকা গল্পেরা
থিকথিকে পিঁপড়ের সারি বেয়ে বুকে নামায় মিছিল
মেঝেতে দোক্তা পাতার মতো সেঁটে থাকা গল্পেরা
থিকথিকে পিঁপড়ের সারি বেয়ে বুকে নামায় মিছিল
রাত গভীর হলে নীল আলো জুড়ে মেঘ জমে
পাঁজরে ঝড় তোলা বিদ্যুতের ঝিলিক
আর, বালিশের উঠোনে অঝোর বৃষ্টি
পাঁজরে ঝড় তোলা বিদ্যুতের ঝিলিক
আর, বালিশের উঠোনে অঝোর বৃষ্টি
তারপর
নি:শ্বাসের ফাঁপর ফুলিয়ে হু হু করে
ভেসে আসে উত্তাল ঢেউ
আমার আঁচল জুড়ে ফুটে ওঠে থোকা থোকা কদমফুল
নি:শ্বাসের ফাঁপর ফুলিয়ে হু হু করে
ভেসে আসে উত্তাল ঢেউ
আমার আঁচল জুড়ে ফুটে ওঠে থোকা থোকা কদমফুল
গুছিয়ে গুছিয়ে রাখি তাদের
ভোরের আজান থেকে সন্ধ্যাপ্রদীপ অবধি
তোমার পায়ে একটা একটা করে উৎসর্গ করতে হবে যে
তোমার পায়ে একটা একটা করে উৎসর্গ করতে হবে যে
বৃষ্টি থেমে যায়
কেবল ঝড় থামে না যে.......
কেবল ঝড় থামে না যে.......
হাওয়া-মোরগের গলায় শুনি সুনামির পূর্বাভাস।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন