বৃষ্টি
আকাশে মেঘ করলেই এখন
দরজা জানলা বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকি
ঘরের মধ্যে , এক চেনা আতঙ্কে
ছোটবেলায় একবার মাঝরাতে বালিশে মুখ গুঁজে
বাবা ঘরে ঢোকার পর শুনেছিলাম...
বৃষ্টির টুপ টাপ শব্দ
ভীষণ ঝড় ও বিদ্যুতের ঝলকানিতে দেখেছিলাম
ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে সমুদ্র
ঢেউয়ের ধাক্কায় একটা নৌকা টাল খেতে খেতে
ডুবে যাচ্ছে গহীন সমুদ্রে , আর
চিৎকার করে বলছে , বাঁচাও বাঁচাও
ঠিক তার পরদিন সকালে প্রথমবার
ছোটমা এসেছিল আমাদের বাড়িতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন