কি শিখি
ক্লাস বলতে যা বুঝি তা কিছু একটা শিখে আসার জায়গা । সবসময়ই যে বেঞ্চ পেতে বসে সামনে ব্লাকবোর্ড টাঙিয়ে শিখতে হবে তার মানে নেই !
1) কোকিল গুরুর পাঠশালায় গান শিখি
2) পল্টুর চা দোকানে পলিটিক্স শিখি
3) মা'র পেছনে দাঁড়িয়ে রাঁধুনী বেটে রাঁধুনীর সম্বর দিয়ে কাঁচা ট্যাংরার ঝোল শিখি
এভাবেই শেখা বাড়ে !
এক লোক বাবুঘাট থেকে ব্যারাকপুরে বিনোদন লঞ্চে ডাক পেয়েছিল গ্যালো রোববার । সবাই জানে সে গান গায় ভালো । লঞ্চের ডেকে বসে সে যখন কালো চায়ে একচুমুক সবে দিয়েছে এক মেয়ে আর তার বয়ফ্রেন্ড এসে দাঁড়ালো । এতক্ষণ কেউই তাকে খেয়াল করেনি ।' মেয়েটি বোল্ল আমি মেঘা আর ও আমার স্বামী স্বপ্নময় ।
গায়কটি মুখতুলে দেখলো দুটি ন্যাড়া মাথা অপরূপ - অপরূপা । ওদের দিকে সবার দেখছিল । লঞ্চ ততক্ষণে হাওড়া ব্রীজের নিচে ! মেঘা যখন বসতে চাইল গায়কের টেবিলে ততক্ষণে আরও কয়েকজন মহিলা এগিয়ে এলো আর গায়ককে শুভেচ্ছা জানালো ।
মেঘা দেখলো সবাই তাকে আর তার বরকে আড়ে আড়ে দেখছে এবং সে অস্বস্তি বোধ করতে লাগলো ।
লঞ্চে তখন একজন কৌতুক পরিবেশন করছিলেন । তাঁর মজাদার কথা শুনতে শুনতে সবাই হাসছিলো ... এমনকি মেঘাও ... এবং হাসতে হাসতে মেঘা কাঁদছিলও ! স্বাভাবিক কারণেই মহিলারা ফিসফিস শুরু করলেন এবং তখনই মেঘার কান্নার শব্দ স্পষ্ট শোনা গেলো । সে তখন বিষন্ন ... বোল্ল কাল থার্ড কেমো শেষ হওয়ার পর উইগ কেনার সময় পাইনি ... আমার সঙ্গে ও ও ন্যাড়া হয়েছে ... আপনজন থেকে আমাকে ইনভাইট করেছিল ... আসলে আমার আসতে ইচ্ছে করছিল ... আপনার গান শুনবো ... মেঘার কান্না এখন প্রবল ... ! গায়ক কী বলবে কী সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছিলো না । তখনই ওই মহিলারা সবাই তাদের উইগ খুলে ফেল্লেন আর মেঘা বিস্ময়ে দুহাতে ঢেকে ফেললো তার ঠোঁট ... স্বপ্নময়ের বুকে মাথা রেখে সে ন্যাড়ামাথা মহিলাদের দিকে স্বপ্নের চোখে তাকিয়ে থাকলো ।
এই ক্লাস থেকে কি যেন শিখলাম এখনি !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন