আজ বৃষ্টি হয়েছিল
আজ আবার বৃষ্টি হয়েছিল
মনে পড়ে যায় সেই অনন্ত সমুদ্রের ধারে
ছেঁড়া মেঘের ভেলায় ভেসে বৃষ্টিতে ভিজেছি
দুজনে অতি গোপনে
সাক্ষী ছিল আকাশ মাটি আর জল
কোথাও যেন সানাই বেজেছিল
বিদ্যুতের চমকের সাথে হ্যামলিনের বাঁশী
আজ ফের বৃষ্টি হয়েছিল
একা ভিজেছি অনেকক্ষণ
কারোর স্পর্শ যেন অচেনা ছিল আজ
তবু স্মৃতির মেদুরতায় সব ওলোটপালোট
জমির বুক চিরে সীতার পাতাল প্রবেশ
কেউ যেন আগুন জ্বেলেছিল
অবশেষ শুধু পোড়া ছাই
আমি ফিরে যেতে চাই
আবারো ফিরতে চাই সেই সময়ে
যেখানে বালির উপর স্পষ্ট পায়ের ছাপ
একাকার হয়েছিল দুটি প্রাণে
তবু বৃষ্টি পড়েছিল
ছায়া ঘেরা অলিন্দ পথে
অতীতের ভার নিতে পারেনি বর্তমান
তাড়া করে ফেরে শুধু আমায়
আজ আবার বৃষ্টি হয়েছিল
মনে পড়ে যায় সেই অনন্ত সমুদ্রের ধারে
ছেঁড়া মেঘের ভেলায় ভেসে বৃষ্টিতে ভিজেছি
দুজনে অতি গোপনে
সাক্ষী ছিল আকাশ মাটি আর জল
কোথাও যেন সানাই বেজেছিল
বিদ্যুতের চমকের সাথে হ্যামলিনের বাঁশী
আজ ফের বৃষ্টি হয়েছিল
একা ভিজেছি অনেকক্ষণ
কারোর স্পর্শ যেন অচেনা ছিল আজ
তবু স্মৃতির মেদুরতায় সব ওলোটপালোট
জমির বুক চিরে সীতার পাতাল প্রবেশ
কেউ যেন আগুন জ্বেলেছিল
অবশেষ শুধু পোড়া ছাই
আমি ফিরে যেতে চাই
আবারো ফিরতে চাই সেই সময়ে
যেখানে বালির উপর স্পষ্ট পায়ের ছাপ
একাকার হয়েছিল দুটি প্রাণে
তবু বৃষ্টি পড়েছিল
ছায়া ঘেরা অলিন্দ পথে
অতীতের ভার নিতে পারেনি বর্তমান
তাড়া করে ফেরে শুধু আমায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন