বিরহ, বৈষয়িক ও নগরবৃত্তান্ত
বিরহ ~
ফিরে যাচ্ছি।
যদিও জানি নড়বড়ে সাঁকো আর স্মৃতিও পেন্ডুলাম
তবু এছাড়া উপায় ছিল না...
বিপর্যয় ঘটে যাওয়ার আগে সামলে নেওয়া জরুরী
ঈশানকোণ মেঘের আগেই সেরে নিই পাখিদের ওয়ার্কশপ
কতটা ডানা ভাসিয়ে রাখতে হবে
কতটুকু ঠোঁট বাড়ালে ঠুকরোবে শাবক
কীভাবে সামাল দেবে গোপন এয়ারগান
এখন ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট বাতুলতা মাত্র
আয়ু বা আঁচল জল থৈথৈ নিঃশব্দ খেলা...
ডিসেকশন হাউসের দিকে তাকিয়ে আছি
কাঁচি ছুরি কাটাছেঁড়া আর কিছু দোনামোনা বার্ষিকী
যদি ডাকো একবার!
এখনো ভুবনডাঙা অস্পৃশ্য সংকেত মায়াবালিয়াড়ি
বৈষয়িক ~
এপাশে মিউচুয়াল ফান্ড ওপাশে নেটফ্লিক্স
মধ্যে ঘন শ্রাবণ ধারা...
স্তন, স্তনাগ্র, মগ্ন ধ্যানবিন্দু এবং বিস্তর ফাঁকাজমি
বিষয় প্রেমের মুক্ত অর্থনীতি। দাপট গোধূলি।
যৌবন তল্লাশি সেরে প্রৌঢ় কবি নেমে যায় সংসার পুকুরে
ঘাম, রক্ত, বাষ্প জমা কান্নাও কিছু কিছু
নিয়তির পশ্চাদ্দেশে সজোরে ফ্রিকিক
জল ছেঁচে তুলে আনা খিদে বা খনিজ
লিবিডো প্রবল, এসবই জলাঞ্জলি, চকিত দিগভ্রম
এখন কেবলই গুগল পে, অ্যাকাউন্ট ডিটেইলস
মৌসুমী বাতাস উড়ে গেছে কবেই পাহাড়ের দিকে...
নগরবৃত্তান্ত ~
ও বিকেলবেলার পার্ক স্ট্রীট
তোমার থেকে লুকিয়ে রেখেছি গোপন অসুখ
প্রেসক্রিপশন উড়ে যাচ্ছে হাওয়ায়
হলুদ ট্যাক্সি থেকে গড়িয়ে পড়ছে মুঠো মুঠো ক্যাপসুল
কপাল জুড়ে গনগনে আঁচ চুমুর প্রলেপ দাও কলেজফেরত প্রেমিকা, খুঁটে খাও প্রেমিকের
অলিখিত শরীর, শহীদ মিনার...
বিপত্নীক ও অবিবাহিতেরা তেলেনাপোতা খুঁজে বেড়ায়
নাগরিক চাঁদ, আগুন বা আঁধার, ডুব দেয় নাহুমের কেক
আমি তো তোমাকেই চিনি খয়েরি সন্ধে ভুল রাস্তা
বোবা গীটার, এলভিস প্রিসলে, বান্ধবী নেমপ্লেট
ফিরে যেতে হবে জেনেও
শিখে নিচ্ছি সাঁতারের কৌশল ইন্টারভিউ ব্যাকরণ
যদি কোনদিন অসুখ সেরে যায়...
বৈষয়িক - হৃদয়স্পর্শী
উত্তরমুছুনপ্রাপ্তি
উত্তরমুছুনতিনটি কবিতাই ভালো লাগল। তবে বিরহ আকুল করলো। বৈষয়িক তো এরকমই হয়।মন ছুঁয়ে গেল।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুনসুন্দর তিনটে কবিতা। ডিসেকশন, নেটফ্লিক্স, পার্কস্ট্রিট সবকিছুকে ঘিরে এই ত্রয়ীসাজ। ফাইন।
উত্তরমুছুন