" রাত জাগানিয়া কড়া নাড়ে"
(১)
ফেলে আসা দিন গুলো প্রেম সঙ্গে করে
ময়ূরাক্ষীর তীরে এখনও অপেক্ষায়৷
হয়তো বা রঙীন ফোয়ারা ছড়ায়৷
ঝুলে পড়া সূর্য্যটা
গোধূলির ছায়া মাখায় জলে৷
অফুরান ক্লান্তি আর অনুতাপ ধাক্কা মারে
আঘাটায়,অবেলায়.........
(২)
যখন মাঝরাতে প্রতিদিন কবিতা শোনাতাম তোমায় .....
তখন পূর্ণিমার চাঁদ উঁকি মারতো জানলায়,
হয়তো বা ঈর্ষায়......!
চন্দ্রদহনে ঠিক তখনি
ঝপ্ করে আর একটা প্রেম
এলো জ্যোত্সনা মেখে
জোনাক ডানায় !
(৩)
সারাদিন নিঘুম আজকাল ,
গোটা রাত ও মত্ত অভিসারে......
প্রেমের কবিতা হাতে.......
আকাশে বিক্ষুব্ধ ঝড় .......
মহুল ডালে দোয়েল ফিঙ্গে......
সব ভালবাসা ছুঁড়ে—— প্রিয় !
কি নিষ্ঠুর না-চেনার ভান !
(৪)
উষ্ণ -বীজ উত্তাপ নিয়ে
বাঁচার এক গঙ্গা সাধ—
অথচ সে রক্তে কত নীল বিষ......
আহা তোর দ্যুতিমাখা চোখে জল
—ঠিকরে বেরোয়....
আমি স্বপ্নেই ডুব দিতে চাই৷
(৫)
প্রতীক্ষায় স্থাণু হয়ে থাকা———
সে কল্পনারা
একযোগে বিদায় নিতে চায়৷
আমার ডানায় কি জীয়ন কাঠি?
স্বপ্ন বালা
এক সকাল রোদ মেখে,
ফিরে যা রংছুট দিনের মাঠে.......৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন