ব্যর্থ জ্যোৎস্নায়
যখন তুমি বৃষ্টিভেজায় ব্যস্ত দারুণ
আমার ছাদেও চাঁদ নেমেছে, সজল করুণ।
দু'হাত পেতে যেই দাঁড়ালো সামনে আমার,
ভাবছি তখন,উপায় তো নেই এড়িয়ে যাবার।
সেদিন থেকেই জোয়ার আমার জ্যোৎস্নামাখা,
মরবো বলেই একটু একটু বাঁচিয়ে রাখা-
শিরীষ শাখায় আজকে আবার চাঁদ উঠেছে,
মরা আগুন দ্বিগুণ হয়ে রাত ছুটেছে।
এখনও কি ভেজো,তেমন পাগলপারা?
আমার ছাদেও চাঁদ নেমেছে ছন্নছাড়া।
এখন আমি জ্যোৎস্নাকে নয়,সূর্য ভীষণ ভালোবাসি,
চাঁদ নামে তাও নিয়মিত, হাহাকারের হাপিত্যেশি।।
যখন তুমি বৃষ্টিভেজায় ব্যস্ত দারুণ
আমার ছাদেও চাঁদ নেমেছে, সজল করুণ।
দু'হাত পেতে যেই দাঁড়ালো সামনে আমার,
ভাবছি তখন,উপায় তো নেই এড়িয়ে যাবার।
সেদিন থেকেই জোয়ার আমার জ্যোৎস্নামাখা,
মরবো বলেই একটু একটু বাঁচিয়ে রাখা-
শিরীষ শাখায় আজকে আবার চাঁদ উঠেছে,
মরা আগুন দ্বিগুণ হয়ে রাত ছুটেছে।
এখনও কি ভেজো,তেমন পাগলপারা?
আমার ছাদেও চাঁদ নেমেছে ছন্নছাড়া।
এখন আমি জ্যোৎস্নাকে নয়,সূর্য ভীষণ ভালোবাসি,
চাঁদ নামে তাও নিয়মিত, হাহাকারের হাপিত্যেশি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন